ঢাকা: সরকারি কর্ম কমিশনের বিজ্ঞপ্তি বাতিল করে ব্যাচ, মেধা ও জ্যেষ্ঠতার ভিত্তিতে নিয়োগের দাবিতে লাগাতার অবস্থান ধর্মঘট পালন করছে নার্সদের দুই সংগঠন।
বাংলাদেশ ডিপ্লোমা বেকার নার্সেস অ্যাসোসিয়েশন এবং বাংলাদেশ বেসিক গ্রাজুয়েট নার্সেস সোসাইটির ব্যানারে শতাধিক নার্স সোমবার (০৪ এপ্রিল) বেলা সাড়ে ১১টা থেকে জাতীয় প্রেসক্লাবের সামনে সমবেত হয়ে কর্মসূচি শুরু করেন।
বাংলাদেশ ডিপ্লোমা বেকার নার্সেস অ্যাসোসিয়েশনের মহাসচিব ফারুক হোসাইন বলেন, গত ২৮ মার্চ তিন হাজার ৬১৬ জন নার্স নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করে। নার্সদের দুই সংগঠন দীর্ঘদিন ধরে ব্যাচ, মেধা ও জ্যেষ্ঠতার ভিত্তিতে নিয়োগের দাবি জানিয়ে অাসছে।
কিন্তু কমিশনের বিজ্ঞপ্তির মাধ্যমে নার্সদের দাবির প্রতি বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করা হয়েছে।
এর অাগে ব্যাচ, মেধা ও জ্যেষ্ঠতার ভিত্তিতে সাড়ে ছয় হাজার নার্স নিয়োগ দেওয়া হয়েছে।
দাবি অাদায় না হওয়া পর্যন্ত কর্মসূচি চলবে জানিয়ে তারা বলছেন, অনশনসহ কঠোর কর্মসূচি পালন করা হবে।
এর অাগে অান্দোলন চলাকালে গত ৩০ মার্চ শাহবাগে নার্সদের লাঠিপেটা করে পুলিশ। এতে বেশ কয়েকজন আহত হন।
বাংলাদেশ সময়: ১২৫৫ ঘণ্টা, এপ্রিল ০৪, ২০১৬
এমঅাইএইচ/এমঅাইকে/জেডএস