ঢাকা: অবস্থান কর্মসূচির ২০ দিনের মাথায় মশাল মিছিল করলো আন্দোলনরত নার্সরা। ব্যাচ, মেধা ও জ্যেষ্ঠতার ভিত্তিতে নিয়োগের দাবিতে তারা এ মশাল মিছিল বের করে।
শনিবার (২৩ এপ্রিল) সন্ধ্যা পৌনে ৭টায় জাতীয় প্রেসক্লাবের সামনে থেকে মিছিলটি বের করা হয়।
পরে কদম ফোয়ারা ঘুরে পল্টন মোড় হয়ে সচিবালয়ের সামনে দিয়ে প্রেসক্লাবে এসে মিছিলটি শেষ হয়।
মিছিলের সময় তাদের মাথায় সাদা ফিতা বাধা ছিলো। তাতে লাল কালিতে লেখা ‘ব্যাচভিত্তিক নিয়োগ চাই’। স্লোগান ছিলো ‘দশ বছরের অধিকার ফিরিয়ে দাও’, ‘প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতির বাস্তবায়ন করতে হবে’।
বাংলাদেশ ডিপ্লোমা বেকার নার্সেস অ্যাসোসিয়েশনের সভাপতি রিনা আক্তার, মহাসচিব ফারুক হোসাইন, বাংলাদেশ বেসিক গ্র্যাজুয়েট নার্সেস সোসাইটির সভাপতি রাজীব কুমার বিশ্বাস ও নাহিদা আক্তার মিছিলে উপস্থিত ছিলেন।
ব্যাচ, মেধা ও জ্যেষ্ঠতার ভিত্তিতে নিয়োগের দাবিতে ৪ এপ্রিল থেকে প্রেসক্লাবের সামনে এ অবস্থান কর্মসূচি চলছে।
বাংলাদেশ সময়: ০১২৮ ঘণ্টা এপ্রিল ২৪, ২০১৬
আরআইএস/এএ