শরীরের জন্য ভ্যাকসিন নিতে চান, কোনও ইনজেকশন! সকালের দিকে চিকিৎসকের সময় নিন।
নতুন গবেষণা বলছে দিনের প্রথমভাগে ফ্লু-শট নিলে সর্দি-কাশির ব্যামোর প্রতিরোধটা ভালো হয়।
গবেষকরা দেখেছেন, বিকেলের দিকে যারা ফ্লু-শট নিয়েছেন তাদের চেয়ে সকালের ভাগে যারা নিয়েছেন তাদের সর্দি-কাশি প্রতিরোধ ক্ষমতা অনেক বেশি।
গবেষণা দলের প্রধান ড. অানা ফিলিপস এভাবেই বললেন, ‘আমরা দেখেছি একই ইনজেকশন নিয়ে একেকজনের ক্ষেত্রে একেক রকম কাজ করছে। তখন দেখতে চাইলাম কারণটা কি। আর দেখলাম সকালে যারা ভ্যাকসিনেশন নিচ্ছেন তারা অপেক্ষাকৃত ভালো ফল পাচ্ছেন।
তাহলে সময় মেপে কাজ করাই গুরুত্বপূর্ণ। কিন্তু কেন? >>>