ঢাকা: বিশ্ব রক্তদাতা দিবস উদযাপন করেছে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) ট্রান্সফিউশন মেডিসিন বিভাগ।
এ কর্মসূচিতে যৌথভাবে অংশ নেয় এশিয়ান অ্যাসোসিয়েশন অব ট্রান্সফিউশন মেডিসিন (আটাম) বাংলাদেশ চ্যাপ্টার।
দিবসটিতে এবারের মূল প্রতিপাদ্য বিষয় ছিলো ‘রক্তের বন্ধনে একত্র সবাই’। রোববার (১৯ জুন) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
বিশ্ব রক্তদাতা দিবস ২০১৬ উদযাপনের অংশ হিসেবে শনিবার (১৮ জুন) সকাল সাড়ে ১১টায় এক বর্ণাঢ্য র্যালি বের করা হয়। “আপনার রক্তেই জীবন আমার, রক্তদানে হোক জীবন সঞ্চার” এই স্লোগানে মুখরিত হয় বিএসএমএমইউ ক্যাম্পাস।
এরপরই স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক বিশ্ববিদ্যালয়ের ডা. মো. শারফুদ্দিন আহমেদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের পরিচালক (মানব সম্পদ উন্নয়ন বিভাগ) ডা. জামাল উদ্দিন খলিফা।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ট্রান্সফিউশন মেডিসিন বিভাগের অধ্যাপক ডা. নিত্যনন্দ শীল।
মূল বক্তব্য পাঠ করেন ট্রান্সফিউশন মেডিসিন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. মো. আসাদুল ইসলাম।
এসময় আরও উপস্থিত ছিলেন অধ্যাপক ডা. আয়েশা খাতুন, ডা. আতিয়ার রহমান, ডা. নাহিদ সুলতানা, ডা. সোনিয়া শরমিন, ডা. খান আনিসুল ইসলাম, মো. আব্দুল মজিব শেখ, সুব্রত বিশ্বাস প্রমুখ।
বাংলাদেশ সময়: ১৪৩৩ ঘণ্টা, জুন ১৯, ২০১৬
এটি