ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

স্বাস্থ্য

কচুয়া স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮১৮ ঘণ্টা, জুন ২১, ২০১৮
কচুয়া স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার মৃত্যু

বাগেরহাট: বাগেরহাটের কচুয়া উপজেলার স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. তাপস কুমার দাস পরলোক গমন করেছেন। 

বৃহস্পতিবার (২১ জুন) দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্তব্যরত অবস্থায় হৃদরোগে আক্রান্ত হন তিনি। এসময় স্বাস্থ্য কমপ্লেক্সের লোকজন তাকে উদ্ধার করে বাগেরহাট সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহত ডা. তাপস উপজেলার চরকাঠী দাসপাড়া এলাকার শরৎচন্দ্র দাসের ছেলে। তিনি বাগেরহাটের পলি ক্লিনিকের সত্ত্বাধিকারী ডা. সুনীল কুমার দাসের ছোট ভাই। তিনি উপজেলার সাইনবোর্ড বাজারে অবস্থিত শরৎচন্দ্র মেমোরিয়াল ক্লিনিক ও ডায়গনস্টিক সেন্টারের সত্ত্বাধিকারী ছিলেন।

এদিকে ডা. তাপসের মরদেহ বাগেরহাট সদর হাসপাতালে নিয়ে আসলে বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য মীর শওকত আলী বাদশা, কচুয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান এসএম মাহফুজুর রহমান, ভাইস চেয়ারম্যান হাজরা ওবায়দুর রেজা সেলিম, বাগেরহাট প্রেসক্লাবের সহ-সভাপতি নিহার রঞ্জন সাহা, সাবেক সভাপতি বাবুল সরদারসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিরা হাসপাতালে ছুটে আসেন।

এসময় তারা ডা. তাপসের আত্মার শান্তি কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

বাংলাদেশ সময়: ১৪১৮ ঘণ্টা, জুন ২১, ২০১৮
জিপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।