ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

স্বাস্থ্য

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে সৈয়দপুর হাসপাতালে ভর্তি ১ রোগী

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪১ ঘণ্টা, জুলাই ৩০, ২০১৯
ডেঙ্গুতে আক্রান্ত হয়ে সৈয়দপুর হাসপাতালে ভর্তি ১ রোগী সৈয়দপুর ১০০ শয্যা হাসপাতাল

নীলফামারী: ডেঙ্গুতে আক্রান্ত হয়ে নীলফামারীর সৈয়দপুর ১০০ শয্যা হাসপাতালে আসাদ আলী (২৯) নামে এক রোগী ভর্তি হয়েছেন।

তিনি জ্বর নিয়ে মঙ্গলবার (৩০ জুলাই) সকালে হাসপাতালে ভর্তি হন। আসাদ দিনাজপুর জেলার পার্বতীপুর উপজেলার বেলাইচন্ডি গ্রামের আব্দুস সামাদের ছেলে।

রোগীর স্বজনরা জানান, আসাদ ঢাকায় একটি প্রতিষ্ঠিত ওষুধ কোম্পানিতে চাকরি করেন। ক'দিন আগে জ্বরে আক্রান্ত হন। চিকিৎসকদের পরামর্শে ইবনে সিনা হাসপাতালে পরীক্ষা-নিরীক্ষা শেষে ডেঙ্গু হয়েছে বলে নিশ্চিত হন তিনি।

সৈয়দপুর ১০০ শয্যা হাসপাতালের দায়িত্বরত চিকিৎসক কামাল হোসেন জানান, রোগীকে সার্বক্ষণিক পর্যবেক্ষণ করা হচ্ছে।

নীলফামারী সিভিল সার্জন ডা. রণজিৎ কুমার বর্মণ বলেন, নীলফামারী সদর হাসপাতালে ২ জন ডেঙ্গু রোগীকে চিকিৎসা দেওয়া হচ্ছে।

তিনি বলেন, চিকিৎসকদের বলা হয়েছে কোনো রোগী সন্দেহ হলে পরীক্ষা-নিরীক্ষা করা হয়। এছাড়া ডেঙ্গু থেকে রক্ষা পেতে করণীয় বিষয়ে প্রচারপত্রবলি, স্থানীয় সংবাদপত্রে বিজ্ঞপ্তি প্রকাশ ও মাইকিং করা হয়েছে। স্বাস্থ্য বিভাগীয় কর্মকর্তা-কর্মচারীদের সতর্ক রাখা হয়েছে।

বাংলাদেশ সময়: ১২৪০ ঘণ্টা, জুলাই ৩০, ২০১৯
এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।