ঢাকা, বৃহস্পতিবার, ১৮ আশ্বিন ১৪৩১, ০৩ অক্টোবর ২০২৪, ২৯ রবিউল আউয়াল ১৪৪৬

স্বাস্থ্য

স্বেচ্ছাসেবী মেডিকেল টেকনোলজিস্টদের স্থায়ী নিয়োগের দাবি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩১৭ ঘণ্টা, সেপ্টেম্বর ৩, ২০২০
স্বেচ্ছাসেবী মেডিকেল টেকনোলজিস্টদের স্থায়ী নিয়োগের দাবি স্বেচ্ছাসেবী মেডিকেল টেকনোলজিস্টদের

ঢাকা: করোনাকালে রাজস্ব খাতে স্থায়ী নিয়োগে বাদ পড়া স্বেচ্ছাসেবী মেডিকেল টেকনোলজিস্টদের সরাসরি স্থায়ী নিয়োগের দাবিতে মানববন্ধন করেছে বিভিন্ন করোনা পিসিআর ল্যাবের স্বেচ্ছাসেবী মেডিকেল টেকনোলজিস্টরা।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সকালে রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত এক কর্মসূচিতে এ দাবি জানানো হয়।

বক্তারা বলেন, প্রধানমন্ত্রী একাদশ জাতীয় সংসদের অষ্টম অধিবেশনে কোভিড-১৯ এর সাথে সরাসরি যুক্ত স্বেচ্ছাসেবী মেডিকেল টেকনোলজিস্টদের সরাসরি রাজস্ব খাতে নিয়োগের ঘোষণা দেন। কিন্তু সরকার পরপর প্রথম ধাপে ১৪৫ জন এবং দ্বিতীয় ধাপে ৫৭ জন স্বেচ্ছাসেবী মেডিকেল টেকনোলজিস্টদের সরাসরি স্থায়ী নিয়োগ দেন। কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয় ১৪৫ জন এবং ৫৭ জনের মধ্যে প্রকৃত করোনযোদ্ধা মেডিকেল টেকনোলজিস্টদের বঞ্চিত করা হয়।

তারা বলেন, বৈশ্বিক মহামারি কোভিড-১৯ এর প্রথম থেকেই বিভিন্ন প্রতিষ্ঠানে স্বেচ্ছাসেবীরা কাজ করে যাচ্ছেন। স্বেচ্ছাসেবী মেডিকেল টেকনোলজিস্টরা তাদের জীবনের মায়া ত্যাগ করে প্রধানমন্ত্রীর আহ্বানে সাড়া দিয়ে বাংলাদেশের জাতীয় সংসদ সদস্য, মন্ত্রী, সচিব, ব্র্যাকের সংগ্রহকৃত নমুনা পরীক্ষা, বিভিন্ন জেলার সংগ্রহ করা নমুনা, বিদেশগামী যাত্রীদের নমুনা পরীক্ষা, বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালের সংগ্রহ করা নমুনা পরীক্ষাসহ করোনা পরীক্ষা করতে আসা সবার পরীক্ষা ও নমুনা সংগ্রহ করে আসছে।

বক্তারা আরও বলেন, স্বাস্থ্য মন্ত্রণালয়ের অনুমতিক্রমে ও স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশে শেখ রাসেল গ্যাস্ট্রেলিভার ইনস্টিটিউট ও হাসপাতাল, মুগদা মেডিকেল কলেজ ও হাসপাতাল, জাতীয় প্রতিষেধক ও সামাজিক চিকিৎসা প্রতিষ্ঠান (নিপসম), কুয়েত মৈত্রী হাসপাতাল, শেখ হাসিনা বার্ন ও প্লাস্টিক সার্জারি হাসপাতাল, কুর্মিটোলা জেনারেল হাসপাতাল, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়, শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ ও হাসপাতাল সহ আরো কিছু হাসপাতালের সম্মানিত পরিচালকরা স্বেচ্ছাসেবী মেডিকেল টেকনোলজিস্টদের (ল্যাব) উক্ত প্রতিষ্ঠানের কোভিড-১৯ এর পিসিআর ল্যাবে পরীক্ষা এবং নমুনা সংগ্রহ কাজে যুক্ত করেন।

দেশ ওজনগনের স্বার্থে এই বৈশ্বিক মহামারিতে স্বেচ্ছাসেবকরা এগিয়ে এলেও প্রথম সারির কোভিড-১৯ হাসপাতালের নমুনা সংগ্রহকারী ও আরটি-পিসিআর ল্যাবে কর্মরত সকল স্বেচ্ছাসেবী মেডিকেল টেকনোলজিস্টরা তাদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত হচ্ছেন। এ অবস্থায় বাদ পড়া স্বেচ্ছাসেবী মেডিকেল টেকনোলজিস্ট (ল্যাব) করোনা যোদ্ধাদের ১৪৫ জন ও ৫৭ জনের মতো নিযোগ প্রদানে মানববন্ধন কর্মসূচি থেকে প্রধানমন্ত্রীর প্রযোজনীয় হস্তক্ষেপ কামনা করেন তারা।

কর্মসূচিতে স্বেচ্ছাসেবী মেডিকেল টেকনোলজিস্টদের পক্ষে মো. শহিদুল আমিনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন বিভিন্ন হাসপাতালের করোনাকালীন স্বেচ্ছাসেবী মেডিকেল টেকনোলজিস্টরা।

বাংলাদেশ সময়: ১৩১৩ ঘণ্টা, সেপ্টেম্বর ০৩, ২০২০
এইচএমএস/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।