ঢাকা, মঙ্গলবার, ১৮ আষাঢ় ১৪৩১, ০২ জুলাই ২০২৪, ২৪ জিলহজ ১৪৪৫

স্বাস্থ্য

আমরা সৌভাগ্যবান অক্সফোর্ডের টিকা পেয়েছি: বুয়েট ভিসি

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৫, ২০২১
আমরা সৌভাগ্যবান অক্সফোর্ডের টিকা পেয়েছি: বুয়েট ভিসি বুয়েট ভিসি অধ্যাপক ড. সত্য প্রসাদ মজুমদার ও তার সহধর্মিণী। ছবি: বাংলানিউজ

ঢাকা: করোনা প্রতিরোধী টিকা নেওয়ার পর বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ভিসি অধ্যাপক ড. সত্য প্রসাদ মজুমদার বলেছেন প্রধানমন্ত্রীর প্রচেষ্টায় অল্প সময়ের মধ্যে আমরা অক্সফোর্ডের টিকা পেয়েছি। আমরা খুব সৌভাগ্যবান।

টিকা নেওয়ার কারণে নাগরিকরা করোনামুক্ত হবে। এই টিকা পরীক্ষিত।

সোমবার (১৫ ফেব্রুয়ারি) দুপুর দেড়টার দিকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগের আন্ডারগ্রাউন্ডে টিকা বুথে বুয়েটের ভিসি তার সহধর্মিণী টিকা নেন। পরে তিনি ওই মন্তব্য করেন। এ সময় টিকা নিয়েছেন বুয়েটের প্রো-ভিসি অধ্যাপক ড. আব্দুল জব্বার খাঁনসহ আরও অনেকেই।

করোনা টিকা স্থলে প্রতিদিনের মতো উপস্থিত ছিলেন ঢামেক হাসপাতালের প্রশাসনিক ব্লকের মেডিক্যাল অফিসার ডা. গোলাম রাব্বানী ও ডা. তাসমিনা পারভীন।

তারা বলেন, সব ধরনের নিয়ম অনুযায়ী এখানে টিকা দেওয়া হচ্ছে। এসএমএস যারা পেয়েছেন তাদেরকে টিকা দেওয়া হচ্ছে। দুপুর দেড়টা পর্যন্ত আনুমানিক ৫০০ জনের মত পুরুষ-নারী টিকা নিয়েছেন।

বাংলাদেশ সময়: ১৫০২ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৫, ২০২১
এজেডএস/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।