ঢাকা, শনিবার, ২৪ কার্তিক ১৪৩১, ০৯ নভেম্বর ২০২৪, ০৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

স্বাস্থ্য

সিলেটে করোনায় আরো ২ মৃত্যু, আক্রান্ত ঊর্ধ্বমুখী

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০৬ ঘণ্টা, মে ১০, ২০২১
সিলেটে করোনায় আরো ২ মৃত্যু, আক্রান্ত ঊর্ধ্বমুখী

সিলেট: করোনা ভাইরাসে সিলেটে আরো দুই জনের মৃত্যু হয়েছে। সেসঙ্গে বাড়ছে আক্রান্তের সংখ্যা।

সোমবার (১০ মে) গত ২৪ ঘণ্টায় আরো ৭৪ জন আক্রান্ত হয়েছেন। অথচ আগের দিন ২৪ ঘন্টায় আক্রান্তের সংখ্যা ছিল মাত্র ৩৩ জন। আর করোনায় মৃত্যু হয়েছিল এক জনের।

স্বাস্থ্য অধিদপ্তর সিলেটের পরিচালক ডা. সুলতানা রাজিয়া এ তথ্য নিশ্চিত করেছেন। তার দেওয়া তথ্য মতে, নতুন করে মারা যাওয়া দু’জনের একজন সুনামগঞ্জের, আরেকজন মৌলভীবাজারের। এ নিয়ে গত এক বছরে করোনায় মারা গেছেন মোট ৩৬৯ জন। এছাড়া নতুন করে আক্রান্ত ৭৪ জনের মধ্যে সিলেট জেলার ৪৮ জন, সুনামগঞ্জে ৫ জন, হবিগঞ্জের ৭ জন, মৌলভীবাজারের ২ জন এবং অপর ১২ জন ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।  

এদিকে করোনা আক্রান্ত হয়ে এখনো হাসপাতালে চিকিৎসাধীন আছেন ২০৯ জন। এরমধ্যে ১৯৬ জন সিলেটে, হবিগঞ্জে ১১ জন এবং সুনামগঞ্জ ও মৌলভীবাজারে একজন করে।

স্বাস্থ্য অধিদপ্তর সূত্র জানায়, এ যাবত গত এক বছরে ২১ হাজার ২২৬ জন করোনা আক্রান্ত হলেও সুস্থ হয়ে ওঠেছেন ২০ হাজার ১০ জন।

বাংলাদেশ সময়: ১৯০০ ঘণ্টা, মে ১০,  ২০২১
এনইউ/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।