ঢাকা, শনিবার, ২৪ কার্তিক ১৪৩১, ০৯ নভেম্বর ২০২৪, ০৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

স্বাস্থ্য

সিনোফার্মের ৫ লাখ টিকা ঢাকার পথে

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩৪ ঘণ্টা, মে ১০, ২০২১
সিনোফার্মের ৫ লাখ টিকা ঢাকার পথে

ঢাকা: বাংলাদেশকে সিনোফার্মের ৫ লাখ টিকা উপহার দেবে চীন, সেই চালানটি এখন ঢাকার পথে। ইতোমধ্যেই এই টিকা বেজিং এয়ারপোর্টে পৌঁছেছে।

 

সোমবার (১০ মে) ঢাকার চীনা দূতাবাস এ তথ্য জানিয়েছেন।

ঢাকার চীনা দূতাবাস জানায়, বাংলাদেশকে যে ৫ লাখ টিকা উপহার দেওয়া হবে, সে টিকার প্যাকিং সম্পন্ন হয়েছে। এই টিকা কোম্পানি থেকে একটি কাভার্ডভ্যানযোগে বেজিং এয়ারপোর্টে নেওয়া হয়েছে। এয়ারপোর্ট থেকে বিমানযোগে ঢাকায় আসবে।

ঢাকায় নিযুক্ত চীনা রাষ্ট্রদূত লি জিমিং সোমবার জানিয়েছেন, করোনা মহামারি মোকাবিলায় বাংলাদেশকে সহায়তা দেবে।  

এই লক্ষ্যে সিনোফার্মের  ৫ লাখ টিকা দেবে। এই টিকা আগামী ১২ মে আসবে। কয়েকদিন আগে বিশ্ব স্বাস্থ্য সংস্থা এই টিকার অনুমোদন দিয়েছে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৯২৯ ঘণ্টা, মে ১০, ২০২১
টিআর/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।