ঢাকা, শনিবার, ২৪ কার্তিক ১৪৩১, ০৯ নভেম্বর ২০২৪, ০৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

স্বাস্থ্য

টিকা আনতে চীন গেছে বিমানবাহিনীর উড়োজাহাজ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩১২ ঘণ্টা, মে ১১, ২০২১
টিকা আনতে চীন গেছে বিমানবাহিনীর উড়োজাহাজ

ঢাকা: করোনাভাইরাস প্রতিরোধী টিকার ৫ লাখ ডোজ আনতে আনতে চীন গেছে বাংলাদেশ বিমানবাহিনীর একটি পরিবহন বিমান।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপআির) সহকারী পরিচালক মো. নূর ইসলাম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এত বলা হয়, মঙ্গলবার (১১ মে) সকাল ৮টা ১২ মিনিটে বাংলাদেশ বিমানবাহিনীর সি-১৩০জে পরিবহন বিমানটি চীনের উদ্দেশে রওনা হয়েছে।

চীন উপহার হিসেবে বাংলাদেশকে পাঁচ লাখ ডোজ করোনাভাইরাস প্রতিরোধী টিকা দিচ্ছে। এই টিকার চালান আগামী ১২ মে ঢাকায় পৌঁছাবে।

বাংলাদেশ সময়: ১৩১১ ঘণ্টা, মে ১১, ২০২১
এমইউএম/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।