সিলেট: করোনা ভাইরাসে সিলেটে আরো ৩ জনের মৃত্যু হয়েছে। সেই সঙ্গে আক্রান্ত হয়েছেন আরো ৬২ জন।
মঙ্গলবার (১১ মে) গত ২৪ ঘণ্টায় মৃত্যু ও আক্রান্তের তথ্য নিশ্চিত করেছেন স্বাস্থ্য অধিদপ্তর সিলেটের পরিচালক ডা. সুলতানা রাজিয়া।
তার দেওয়া তথ্য মতে, নতুন করে মারা যাওয়া তিন জনই সিলেট জেলার। এছাড়া গত ২৪ ঘণ্টায় আক্রান্তদের ৫০ জন সিলেট জেলার, আট জন মৌলভীবাজারের, সুনামগঞ্জের এক ও হবিগঞ্জের তিন জন।
অধিদপ্তরের তথ্য মতে, এ নিয়ে গত এক বছরে করোনায় ৩৭২ জন মারা গেছেন। এর মধ্যে ২৯৭ জনই সিলেটের, ২৯ জন মৌলভীবাজারে, ২৮ জন সুনামগঞ্জের এবং হবিগঞ্জে ১৮ জনের মৃত্যু হয়।
এদিকে, গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত ২২৩ জন বিভিন্ন হাসপাতালে ভর্তি রয়েছেন। এর মধ্যে সিলেট জেলায় ২১০ জন, হবিগঞ্জে ১১ জন, মৌলভীবাজার ও সুনামগঞ্জে একজন করে।
সংশ্লিষ্টরা জানান, গত এক বছরে ২১ হাজার ২৮৮ জন করোনা আক্রান্ত হলেও সুস্থ হয়ে ওঠেছেন ২০ হাজার ৬৭ জন।
বাংলাদেশ সময়: ১৩৫৩ ঘণ্টা, মে ১১, ২০২১
এনইউ/কেএআর