ঢাকা, শুক্রবার, ২৯ ভাদ্র ১৪৩১, ১৩ সেপ্টেম্বর ২০২৪, ০৯ রবিউল আউয়াল ১৪৪৬

স্বাস্থ্য

স্বাস্থ্যকর্মীর ভুলে ডাবল ডোজ টিকা নিলো স্কুলছাত্র

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৩৫ ঘণ্টা, জানুয়ারি ১৩, ২০২২
স্বাস্থ্যকর্মীর ভুলে ডাবল ডোজ টিকা নিলো স্কুলছাত্র

সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ভুলবশত সপ্তম শ্রেণির এক শিক্ষার্থীকে কোভিড-১৯ এর ডাবল ডোজ টিকা দেওয়া হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।

বৃহস্পতিবার (১৩ জানুয়ারি) বিকেলে উল্লাপাড়া বিজ্ঞান কলেজ টিকাদান কেন্দ্রে এ ঘটনা ঘটে।

ডাবল ডোজ টিকা নেওয়া শিক্ষার্থীর নাম হাসান আলী। সে উপজেলার দূর্গানগর ইউনিয়নের রাজমান উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী।

শিক্ষার্থী হাসান জানায়, প্রথম দফায় টিকা নেওয়ার পর সে ভুলে টিকা কার্ডটি ফেলে যায়। পরে ভিড়ের মধ্যে কার্ডটি নিতে কেন্দ্রের ভেতরে ঢুকে সে। এ সময় স্বাস্থ্যকর্মী তাকে ধরে আবারও টিকা দেয়।  

সহপাঠীরা জানায়, ডাবল ডোজ টিকা নেওয়ার পর হাসানের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। সে ভীত হয়ে কান্নাকাটি শুরু করে।

এ বিষয়ে সিরাজগঞ্জ সিভিল সার্জন ডা. রামপদ রায় বাংলানিউজকে বলেন, টিকার ডাবল ডোজ নিলেও কোনও পার্শ্ব প্রতিক্রিয়া হওয়ার কথা নয়। এতে আতঙ্কিত হওয়ার কিছু নেই। তবে টিকা দেওয়া ও নেওয়ার ব্যাপারে সবার সতর্ক থাকা প্রয়োজন।

বাংলাদেশ সময়: ১০৩৫ ঘণ্টা, জানুয়ারি ১৪, ২০২২
এনএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।