ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

স্বাস্থ্য

নারায়ণগঞ্জে ভ্রাম্যমাণ টিকাদান কার্যক্রম শুরু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৫৫ ঘণ্টা, জানুয়ারি ২৯, ২০২২
নারায়ণগঞ্জে ভ্রাম্যমাণ টিকাদান কার্যক্রম শুরু নারায়ণগঞ্জে ভ্রাম্যমাণ টিকাদান কার্যক্রম শুরু।

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জে যারা এখনো টিকা নিতে পারেননি তাদের দ্রুত টিকার আওতায় আনতে শুরু হয়েছে ভ্রাম্যমাণ টিকাদান কার্যক্রম।

শনিবার (২৯ জানুয়ারি) সকালে নারায়ণগঞ্জের চাষাঢ়া জিয়া হলের সামনে এ কার্যক্রমের উদ্বোধন করেন জেলা প্রশাসক (ডিসি) মঞ্জুরুল হাফিজ ও সিটি করপোরেশনের মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী।

এ সময় ডিসি বলেন, কোভিড -১৯ প্রতিরোধে ভ্রাম্যমাণ ভ্যাক্সিনেশন কার্যক্রম শুরু করেছি আমরা। নারায়ণগঞ্জ একটি ইন্ডাস্ট্রিয়াল জোন হওয়ায় এখানকার শ্রমিক, রিকশাওয়ালা, গাড়ির ড্রাইভার, পথচারীসহ অনেকেই টিকা কেন্দ্রে গিয়ে টিকা নিতে পারেননি বা নিতে আগ্রহ দেখান না। তাদের কথা মাথায় রেখে আমাদের এই নতুন উদ্যোগ। আশা করছি নারায়ণগঞ্জের ৮০ লাখ মানুষকে টিকার আওতায় আনতে সমর্থ হব।

বাংলাদেশ সময়: ১১৫৫ ঘণ্টা, জানুয়ারি ২৮, ২০২২
এমআরপি/কেএআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।