ঢাকা, বৃহস্পতিবার, ৮ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

রাশিফল

ব্যবসায় আয় বাড়বে মেষের, শিক্ষাক্ষেত্রে উন্নতির যোগ মিথুনের

রাশিফল ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৩৭ ঘণ্টা, জানুয়ারি ২১, ২০২৫
ব্যবসায় আয় বাড়বে মেষের, শিক্ষাক্ষেত্রে উন্নতির যোগ মিথুনের

আজ ৭ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬ রোজ মঙ্গলবার। পাশ্চাত্য জ্যোতিষ শাস্ত্রমতে, ভাগ্য মানুষের ‘ভাগ্য’ ফেরায়, ভাগ্য মানুষের সঙ্গে করে বিড়ম্বনা।

দুই-ই সত্যি, যদি আপনি মানেন, জানেন। জেনে নিন আপনার আজকের রাশিফল।

মেষ: প্রেমে ভালো সময়। মন উদাসীন থাকবে। ব্যবসায় আয় বাড়বে। শরীরের খেয়াল রাখুন, নয়তো কাজে অসুবিধায় পড়বেন। পড়ুয়াদের জন্য দিনটি খুবই ভালো।

বৃষ: কর্মক্ষেত্রে উন্নতির সঙ্গে কাজের চাপ বাড়বে। শিক্ষা নিয়ে সমস্যার যোগ আছে। প্রেম নিয়ে পরিবারে মতবিরোধের ফলে আপনি হতাশ হয়ে পড়তে পারেন। যাত্রাযোগ শুভ।  

মিথুন: আপনার কাজের পরিকল্পনায় বাধা এলেও পরিবারের সাহায্যে সেটি সফল হবে। শিক্ষাক্ষেত্রে উন্নতির যোগ। প্রেম নিয়ে সমস্যার সমাধান হবে। আর্থিকযোগে উন্নতির সুযোগ।  

কর্কট: হঠাৎ পাওয়া সুযোগ কাজে লাগান, সাফল্যের সম্ভাবনা আছে। প্রেম নিয়ে বিচলিত হওয়ার দরকার নেই। কর্মে উন্নতি। বিদেশ ভ্রমণের সুযোগ। যাত্রাযোগে শুভ ফল।

সিংহ: কোনো অনুষ্ঠানের মধ্য দিয়ে আপনাকে সম্মান জানানো হতে পারে। কর্মক্ষেত্রে সফলতার যোগ। প্রেমের প্রস্তাব আসতে পারে। প্রেম নিয়ে সতর্ক হয়ে পদক্ষেপ নিন।  

কন্যা: সম্পত্তি বিবাদ বা পারিবারিক কোনো সমস্যা প্রেমের ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়াতে পারে। কর্মে বাধার যোগ। ব্যবসার যোগ মিশ্র। বিদেশ ভ্রমণের বিষয়ে বাধা আসতে পারে।  

তুলা: পারিবারিক যোগাযোগ ইচ্ছে থাকলেও কাজে লাগাতে পারবেন না। শিক্ষা নিয়ে সমস্যার যোগ। প্রেমযোগ শুভ। বিদেশ ভ্রমণ সংক্রান্ত সমস্যার সমাধান হবে।  

বৃশ্চিক: মনের কথা মনের ভেতর চেপে রাখলে প্রেমের সমস্যার সমাধান পাওয়া মুশকিল। শিক্ষায় সফলতা লাভের সম্ভাবনা। দাম্পত্য জীবনের কিছু সমস্যা সমাধানের সম্ভাবনা আছে। আইনি জটিলতা থেকে মুক্তি। যাত্রাযোগ শুভ।

ধনু: প্রেমের ক্ষেত্রে উন্নতির যোগ। শিক্ষা নিয়ে সমস্যা কমবে। কর্মে উন্নতির যোগ। ব্যবসায় সাফল্য। দাম্পত্য জীবনে শুভযোগ।  

মকর: অতিরিক্ত খরচের যোগ। শিক্ষাযোগ শুভ। নতুন কাজে উন্নতি শুভযোগের ফলে উন্নতি হবে। প্রেম নিয়ে সমস্যার সমাধান। বিদেশযাত্রার বাধা কাটবে। আর্থিকযোগ শুভ। যাত্রাযোগ শুভ।

কুম্ভ: সাহস করে এগিয়ে গেলে সফলতা লাভ করবেন। আত্মবিশ্বাস প্রেমের ক্ষেত্রেও আপনাকে এগিয়ে নিয়ে যাবে। সততার মূল্য পাবেন। আপনার কাজ প্রশংসিত হবে।  

মীন: হিসাব বহির্ভূত আর্থিক লাভ হতে পারে। উপহার পাওয়ার সম্ভাবনা আছে। যাত্রাযোগে শুভফল লাভ। প্রেমযোগ শুভ। নতুন কাজে উৎসাহ লাভের যোগ।  

বাংলাদেশ সময়: ০৮৩৫ ঘণ্টা, জানুয়ারি ২১, ২০২৫
আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।