ঢাকা, রবিবার, ১ পৌষ ১৪৩১, ১৫ ডিসেম্বর ২০২৪, ১২ জমাদিউস সানি ১৪৪৬

ভারত

জাতীয় কবির পুত্রবধূ কল্যাণী কাজী আর নেই

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২১১ ঘণ্টা, মে ১২, ২০২৩
জাতীয় কবির পুত্রবধূ কল্যাণী কাজী আর নেই কল্যাণী কাজী

কলকাতা (পশ্চিমবঙ্গ, ভারত): জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ছোট ছেলের স্ত্রী (কাজী অনিরুদ্ধের স্ত্রী) কল্যাণী কাজী আর নেই। শুক্রবার (১২ মে) সকালে কলকাতায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন।

মৃত্যুকালে কল্যাণী কাজীর বয়স হয়েছিল ৮৭ বছর। পশ্চিমবঙ্গ কাজী নজরুল ইসলাম একাডেমির উপদেষ্টা পরিষদের সভাপতি ছিলেন তিনি।

নজরুল সঙ্গীতে অসামান্য অবদানের জন্য ২০১৫ সালে তাকে ‘সঙ্গীত মহাসম্মান’ পুরস্কারে ভূষিত করে পশ্চিমবঙ্গ সরকার। তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

শোক বার্তায় তিনি লিখেছেন, ‘বিশিষ্ট সঙ্গীত শিল্পী এবং কাজী নজরুল ইসলামের কনিষ্ঠ পুত্রবধূ তথা কাজী অনিরুদ্ধর স্ত্রী কল্যাণী কাজীর প্রয়াণে আমি গভীর শোক প্রকাশ করছি। আজ সকালে তিনি কলকাতায় প্রয়াত হয়েছেন। বয়স হয়েছিল ৮৭ বছর। তার অসামান্য গায়কীতে গাওয়া নজরুল গীতি শ্রোতাদের মুগ্ধ করে রাখত। পশ্চিমবঙ্গ সরকার ২০১৫ সালে তাকে 'সঙ্গীত মহাসম্মান' প্রদান করে। তার প্রয়াণে সংগীত জগতে এক অপূরণীয় ক্ষতি হলো। আমি কল্যাণী কাজীর আত্মীয়-স্বজন ও অনুরাগীদের সমবেদনা জানাচ্ছি। ’

বাংলাদেশ সময়: ১২১০ ঘণ্টা, ১২মে, ২০২৩
ভিএস/এমএমজেড

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।