ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

ভারত

মাঝগঙ্গায় ডুবলো ছাইবোঝাই বাংলাদেশি জাহাজ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩৪ ঘণ্টা, জানুয়ারি ১৯, ২০২৫
মাঝগঙ্গায় ডুবলো ছাইবোঝাই বাংলাদেশি জাহাজ পানিতে ডুবে যাচ্ছে জাহাজ

কলকাতা: মাঝগঙ্গায় ডুবে গেল ছাইবোঝাই বাংলাদেশের কার্গো জাহাজ। ঘটনাটি ঘটেছে পশ্চিমবঙ্গের হুগলি জেলার বাঁশবেড়িয়ায়।

জানা যায়, ডুবে যাওয়া জাহাজটির নাম এডি বছিরউদ্দিন কাজি। প্রায় এক সপ্তাহ আগে ওই জেলার ত্রিবেণীর ‘ব্যান্ডেল থার্মাল পাওয়ার স্টেশন’ (বিটিপিএস) থেকে ছাই সংগ্রহ করে দেশে ফিরছিল জাহাজটি। ফেরার পথেই বাঁশবেড়িয়ার কাছে মাঝগঙ্গায় দুর্ঘটনা ঘটে।

ইতোমধ্যে জাহাজটি গঙ্গা থেকে তোলার কাজ শুরু হয়েছে। এরপর জাহাজটি মেরামত করে বাংলাদেশে ফেরত পাঠানো হবে।  

রোববার (১৯ জানুয়ারি) স্থানীয় তথ্য মতে, এডি বছিরউদ্দিন কাজি নামে কার্গো জাহাজটি মাঝগঙ্গায় পলিতে আটকে যায়। টাল সামলাতে না পেরে একপাশে কাত হয়ে যায়। এরপর জোয়ারের পানিতে প্রায় ডুবে যায় জাহাজটি।

অপরদিকে জাহাজের কর্মীরা জানাচ্ছেন, হঠাৎ জাহাজের তলায় শব্দ হয়। তারপরই জাহাজে পানি ঢুকতে শুরু করে। একদিকে হেলে পড়ে জাহাজটি। তখনই বিপদ বুঝে স্থানীয় প্রশাসনের সঙ্গে যোগাযোগ করেন জাহাজের কর্মীরা। শুরু হয় জাহাজটি পানি থেকে তোলার প্রক্রিয়া।

ভাটার সময় পানি কমে যাওয়ায় জাহাজটির কিছু অংশ আবার ভেসে উঠেছে। প্রতিদিন একটু একটু করে ওই জাহাজ থেকে ছাই খালি করে জাহাজের ওজন কমানোর চেষ্টা করছেন উদ্ধারকারীরা। এজন্য সন্দেশখালি থেকে শ্রমিক নিয়ে আসা হয়েছে।

শ্রমিকরা জানাচ্ছেন, জাহাজের সব ছাই খালি করতে এখনও অন্তত সপ্তাহখানেক সময় লেগে যেতে পারে। এরপর মেরামত করে জাহাজ বাংলাদেশে ফেরত যাবে।

বাংলাদেশ সময়: ১৫৩১ ঘণ্টা, জানুয়ারি ১৯, ২০২৫
ভিএস/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।