কলকাতা: পশ্চিমবঙ্গের তৃতীয় দফার নির্বাচনে কলকাতার বেশ কয়েকটি বিধানসভা এলাকায় ভোটগ্রহণ শুরু হচ্ছে বৃহস্পতিবার (২১ এপ্রিল)।
মধ্য ও উত্তর কলকাতার চৌরঙ্গী, বেলেঘাটা, এন্টালি এর মধ্যে উল্লেখযোগ্য।
সব ছাপিয়ে রাজনৈতিক দলগুলোর চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে তীব্র গরম। কলকাতার আলিপুর আবহাওয়া দপ্তরের প্রধান গকুল চন্দ্র দেবনাথ জানিয়েছেন, ভোটের দিন আবহাওয়া যথেষ্ট উত্তপ্ত থাকবে। সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩৮ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি।
আবহাওয়া সংক্রান্ত ওয়েবসাইট আকু ওয়েদারের তথ্য অনুযায়ী বৃহস্পতিবার কলকাতার তাপমাত্রা ছুঁতে পারে ৪৩ ডিগ্রি। আগামী ৩০ এপ্রিল কলকাতার বাকি অংশে ভোটগ্রহণ করা হবে।
বাংলাদেশ সময়: ১৪৩৫ ঘণ্টা, এপ্রিল ২০, ২০১৬
ভিএস/এএ