ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

ভারত

আফগানিস্তানকে ৫০ লাখ ডোজ করোনার টিকা উপহার দিচ্ছে ভারত

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪৫৫ ঘণ্টা, জানুয়ারি ২৬, ২০২১
আফগানিস্তানকে ৫০ লাখ ডোজ করোনার টিকা উপহার দিচ্ছে ভারত

আফগানিস্তানকে ৫০ লাখ ডোজ করোনার টিকা উপহার হিসেবে দিচ্ছে ভারত। এর আগে, বাংলাদেশ ও নেপালকে করোনার টিকা উপহার হিসেবে দিয়েছে নয়াদিল্লি।

এর পাশাপাশি আফগানিস্তানসহ আরও কয়েকটি দেশকে ভারত এই টিকা দেবে বলে ঘোষণা করেছে। ভারতের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে আফগানিস্তান।  

আফগান স্বাস্থ্য মন্ত্রণালয়ের পদস্থ কর্মকর্তা বাশির নরমাল বলেছেন, যারা সবচেয়ে বেশি ঝুঁকিতে রয়েছে তাদের আগে টিকা দেওয়া হবে।

জানা যায়, আফগানিস্তানে গত ২৪ ঘণ্টায় নতুন করে ৭৮ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। টিকা কূটনীতির অংশ হিসেবে বিভিন্ন দেশে উপহারের টিকা পাঠাচ্ছে ভারত।

গত বৃহস্পতিবার দুপুরে ভারতের পক্ষ থেকে বাংলাদেশে উপহার হিসেবে পাঠানো ২০ লাখ করোনার টিকা গ্রহণ করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক।

বাংলাদেশ সময়: ০৪৫২ ঘণ্টা, জানুয়ারি ২৬, ২০২১
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।