ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

ভারত

নবম রাউন্ডেও এগিয়ে তৃণমূল, সমর্থকদের উল্লাস

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২১ ঘণ্টা, মে ২, ২০২১
নবম রাউন্ডেও এগিয়ে তৃণমূল, সমর্থকদের উল্লাস

কলকাতা: পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে গেরুয়া ঝড় দাবিয়ে রেখেছে তৃণমূল কংগ্রেস। করোনা পরিস্থিতির মধ্যেও পশ্চিমবঙ্গের আকাশে বাতাসে এখন তৃণমূলের উল্লাসধ্বনি।

নবম রাউন্ডের ভোট গণনার পর ২৯২ আসনের মধ্যে তৃণমূল কংগ্রেস এগিয়ে আছে ২০৮ আসনে। বিজেপি তিন অঙ্কের ঘরে পৌঁছাতেই পারেনি। গেরুয়া বাহিনী এগিয়ে আছে ৮২ আসনে। সংযুক্ত মোর্চা দুটিতে এবং আরও দুটিতে এগিয়ে অন্যান্যরা।

তবে রাজ্যে এখনও ভোট গণনা বাকি ১০ রাউন্ডের মতো। এ প্রেক্ষিতে কেন্দ্রীয় নেতা কৈলাস বর্গীয় জানিয়েছেন, সরকার তারাই গঠন করছেন। তবে এ দিন ঘনিষ্ঠ মহলে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, দুই-তৃতীয়াংশ আসন নিয়ে ক্ষমতায় ফিরছি আমরা।

অপরদিকে নন্দীগ্রামে এখনও সাড়ে সাত হাজার ভোটে পিছিয়ে আছেন মমতা বন্দোপাধ্যায়। তবে মমতার বাড়ি ভবানীপুর কেন্দ্রে বিদ্যুৎমন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় প্রায় ২০ হাজার ভোটে এগিয়ে আছেন বিজেপি প্রার্থী অভিনেতা রুদ্রনীল ঘোষের চেয়ে।

ইতোমধ্যে মমতা বন্দোপাধ্যায়ের বাড়ির সামনে ভিড় করতে শুরু করেছেন কর্মী সমর্থকরা। সবুজ আবিরে মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ স্লোগানে মুখরিত তারা।

আরও পড়ুন: তৃণমূল এগিয়ে, নন্দীগ্রামে পিছিয়ে মমতা

বাংলাদেশ সময়: ১৪১৮ ঘণ্টা, মে ০২, ২০২১
ভিএস/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।