ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

সিম বিক্রি করতে পারবে গ্রামীণফোন

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩০ ঘণ্টা, জানুয়ারি ১, ২০২৩
সিম বিক্রি করতে পারবে গ্রামীণফোন

ঢাকা: বেসরকারি মোবাইল ফোন অপারেটর গ্রামীণফোনের সিম বিক্রিতে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তাফা জব্বার।  

রোববার (১ জানুয়ারি) তিনি জানান, গ্রামীণফোনের সিম বিক্রি নিষেধাজ্ঞার সময় যেসব শর্ত দেওয়া হয়েছিল, সেগুলো তারা পূরণ করেছে।

এখন সিম বিক্রি করতে পারবে।

উন্নত সেবা দিতে না পারায় গত বছরের ২৯ জুন গ্রামীণফোনের সিম বিক্রিতে নিষেধাজ্ঞা আরোপ করে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)।

বিটিআরসির ভাইস চেয়ারম্যান সুব্রত রায় মৈত্র ওই সময় বলেন, কোয়ালিটি অব সার্ভিস উন্নত না করা পর্যন্ত গ্রামীণফোনকে সিম বিক্রি করতে নিষেধ করা হয়েছে।

সিমি বিক্রি করার নিষেধাজ্ঞা তুলে নেওয়া সংক্রান্ত সিদ্ধান্ত শিগগিরই গ্রামীণফোনকে জানিয়ে দেওয়া হবে বলে জানায় বিটিআরসি।

বাংলাদেশ সময়: ১৮২৫ ঘণ্টা, জানুয়ারি ১, ২০২৩
এমআইএইচ/আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।