ঢাকা, বুধবার, ২৭ কার্তিক ১৪৩১, ১৩ নভেম্বর ২০২৪, ১১ জমাদিউল আউয়াল ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

ফোনের নতুন অপারেটিং সিস্টেম আনার পরিকল্পনা ভারতের

প্রযুক্তি ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১৮ ঘণ্টা, জানুয়ারি ১৭, ২০২৩
ফোনের নতুন অপারেটিং সিস্টেম আনার পরিকল্পনা ভারতের

স্মার্টফোন বাজারের প্রায় পুরোটাই দখল করে রয়েছে অ্যান্ডয়েড ও আইওএস অপারেটিং সিস্টেম। এই দুই সিস্টেমে ফোনের দুনিয়ায় রাজত্ব করে যাচ্ছে গুগল ও অ্যাপলের মতো সংস্থাগুলো।

স্মার্টফোন দুনিয়ায় বিদেশি কোম্পানিগুলোর আধিপত্য চায় না নয়াদিল্লি।  

অ্যান্ডয়েড ও আইওএসের সঙ্গে টেক্কা দিতে ইন্দওএস বা আইএনডিওএস একটি নতুন মোবাইল অপারেটিং সিস্টেম তৈরির পরিকল্পনা করছে মোদি সরকার। কেন্দ্রের এক শীর্ষ কর্মকর্তা বলছেন, বিশ্বের অন্যতম বড় স্মার্টফোন বাজার ভারত।  

কেন্দ্রের লক্ষ্য একটি সুরক্ষিত ভারতীয় অপারেটিং সিস্টেম তৈরি করা, অ্যান্ড্রয়েড ও আইওএসের মতো অপারেটিং সিস্টেমগুলোকে প্রতিযোগিতার মুখে ফেলবে।  

চলতি সপ্তাহে প্রকাশিত এক রিপোর্টে জানানো হয়েছে আইএনডিওএস তৈরির ধাপগুলো খুবই গুরুত্বপূর্ণ। কারণ ভারতে প্রতিযোগিতা কমিশনের কাছে ইতোমধ্যেই বড়সড় ধাক্কা খেয়েছে গুগল।

প্লে স্টোর ব্যবহার করে বাজারে বেআইনিভাবে আধিপত্য কায়েম করার অভিযোগ ওঠে গুগলের বিরুদ্ধে।

বাংলাদেশ সময়: ১৮১০ ঘণ্টা, জানুয়ারি ১৭, ২০২৩
আরএইচ 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।