ঢাকা, বৃহস্পতিবার, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ১২ ডিসেম্বর ২০২৪, ০৯ জমাদিউস সানি ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

গ্রামীণফোন নিয়ে এলো ‘ঈদ স্মার্ট মেলা’ 

স্পেশাল করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫১ ঘণ্টা, এপ্রিল ১৬, ২০২৩
গ্রামীণফোন নিয়ে এলো ‘ঈদ স্মার্ট মেলা’ 

ঢাকা: দেশজুড়ে গ্রাহকদের জন্য কানেক্টিভিটির সুযোগ বাড়াতে ও স্মার্ট বাংলাদেশের লক্ষ্য বাস্তবায়ন ত্বরান্বিত করতে জনপ্রিয় স্মার্টফোন ও অ্যাক্সেসরিজ ব্র্যান্ডগুলোর সঙ্গে পার্টনারশিপে দেশব্যাপী ‘ঈদ স্মার্ট মেলা’ নিয়ে এসেছে গ্রামীণফোন।  

ক্রেতারা মেলা থেকে গ্রামীণফোনের ফোরজি মোডেম, রাউটার ও ভিটিএসসহ ফোরজি স্মার্টফোন ও মানসম্পন্ন অ্যাক্সেসরিজ কেনার সুযোগ পাবেন।

সব গ্রামীণফোন সেন্টারে ৩০ এপ্রিল পর্যন্ত এ মেলা অনুষ্ঠিত হবে।  

রোববার (১৬ এপ্রিল) গ্রামীণফোন এক বিজ্ঞপ্তিতে জানায়, রাজধানীর বসুন্ধরায় অবস্থিত গ্রামীণফোন এক্সপেরিয়েন্স সেন্টারে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে ‘জিপি ঈদ স্মার্ট মেলা’র উদ্বোধন ঘোষণা করা হয়।  

এ সময় উপস্থিত ছিলেন গ্রামীণফোনের সিএমও সাজ্জাদ হাসিব, হেড অব মার্কেটিং ফারহা নাজ জামান এবং হেড অব কাস্টমার এক্সপেরিয়েন্স অ্যান্ড সার্ভিস মোহাম্মদ আওলাদ হোসেনসহ অংশীদার ব্র্যান্ডগুলোর উচ্চপদস্থ কর্মকর্তারা।

সব গ্রামীণফোন সেন্টারে আয়োজিত এ মেলায় ডিভাইস পার্টনার হিসেবে রয়েছে স্যামসাং, শাওমি, অপো, ভিভো, রিয়েলমি, আইটেল, টেকনো, সিম্ফনি’র মতো শীর্ষস্থানীয় স্মার্টফোন ব্র্যান্ড এবং অ্যাক্সেসরিজ পার্টনার হিসেবে অংশ নিচ্ছে সেলএক্সট্রা।

ঈদের আনন্দ আরও বহুগুণ বাড়িয়ে তুলতে সেরা মূল্যে সেরা পণ্যটি পাওয়ার নিশ্চয়তা দিচ্ছে গ্রামীণফোন। ক্রেতারা প্রতিটি কেনাকাটায় গ্রামীণফোন ও স্মার্টফোন ব্র্যান্ডগুলোর পক্ষ থেকে ১৮ জিবি ফ্রি ইন্টারনেট, জিপি এক্সক্লুসিভ মার্চেন্ডাইজ গিফট আইটেমসহ নানা আকর্ষণীয় উপহার ও বান্ডেল অফার পাবেন। পাশাপাশি, সেরা দামে ফোরজি মোডেম, পকেট রাউটার ও জিপি ভিটিএস সেবা কিনলেই রয়েছে আকর্ষণীয় ইন্টারনেট বান্ডেল। এছাড়াও গ্রামীণফোন সেন্টারে অনুষ্ঠিত এ স্মার্ট মেলায় ক্রেতাদের জন্য থাকছে বিভিন্ন ধরনের স্মার্টফোন অ্যাক্সেসরিজ।  

এ নিয়ে গ্রামীণফোনের সিএমও সাজ্জাদ হাসিব বলেন, অর্থনীতির রূপান্তরে কানেক্টিভিটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। স্মার্ট নাগরিক, স্মার্ট অর্থনীতি, স্মার্ট সরকার ও স্মার্ট সমাজ, আমাদের স্মার্ট বাংলাদেশ লক্ষ্যের চারটি স্তম্ভ, যা নির্ভর করছে ডিজিটাল কানেক্টিভিটি নিশ্চিত করার ওপর। মানুষকে তাদের প্রয়োজনীয়তার সঙ্গে কানেক্ট করার প্রচেষ্টা আমাদের শুরু থেকেই। আমরা মনে করি, সবাইকে ডিজিটালি কানেক্টেড সোসাইটিতে অন্তর্ভুক্ত করার ক্ষেত্রে শীর্ষস্থানীয় স্মার্টফোন ব্র্যান্ডগুলোর সঙ্গে পার্টনারশিপ করার এখনই সময়। কানেক্টিভিটির শক্তি ব্যবহার করে মানুষের ক্ষমতায়ন গ্রামীণফোনের মূল লক্ষ্য। এ ঈদে আমাদের পার্টনারদের অংশীদারিত্বে স্মার্টফোনের ক্ষেত্রে আকর্ষণীয় নানা অফারের মাধ্যমে আমরা গ্রাহকদের ঈদের আনন্দ বাড়িয়ে তুলতে চাই।

বাংলাদেশ সময়: ১৯৫১ ঘণ্টা, এপ্রিল ১৬, ২০২৩
এমআইএইচ/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।