ঢাকা, বুধবার, ২৮ কার্তিক ১৪৩১, ১৩ নভেম্বর ২০২৪, ১১ জমাদিউল আউয়াল ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

২২৮ আইএসপির লাইসেন্স বাতিল

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০৩ ঘণ্টা, জুন ৫, ২০২৩
২২৮ আইএসপির লাইসেন্স বাতিল

ঢাকা: ২২৮টি ইন্টারনেট সার্ভিস প্রোভাইডারের (আইএসপি) লাইসেন্স বাতিল করেছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)।

সোমবার (৫ জুন) এ সংক্রান্ত চিঠি দিয়েছে কমিশন।

এতে জানানো হয়েছে, নির্ধারিত সময়ে এসব আইএসপি লাইসেন্স রূপান্তর করেনি।

লাইসেন্সিং গাইডলাইন ও বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ আইন, ২০০১ এর বিধান লঙ্ঘন করায় এসব লাইসেন্স বাতিল করা হয়।

এসব আইএসপির অধীন যেকোনো কার্যক্রম সম্পাদন করা হবে অবৈধ এবং বাংলাদেশ টেলিযোগাযোগ আইন, ২০০১ এর অধীন শাস্তিযোগ্য অপরাধ। এসব প্রতিষ্ঠানের অনুকূলে ইস্যু করা লাইসেন্স ১০ কর্মদিবসের মধ্যে কমিশনে জমা দিতে বলা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৫০১ ঘণ্টা, জুন ৫, ২০২৩
এমআইএইচ/আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।