ঢাকা, রবিবার, ১ পৌষ ১৪৩১, ১৫ ডিসেম্বর ২০২৪, ১২ জমাদিউস সানি ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

নয়াপল্টন এলাকায় মোবাইল ইন্টারনেট ফিরেছে

স্পেশাল করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩৬ ঘণ্টা, জুলাই ১২, ২০২৩
নয়াপল্টন এলাকায় মোবাইল ইন্টারনেট ফিরেছে

ঢাকা: রাজধানীর নয়াপল্টন, কাকরাইল, সেগুনবাগিচাসহ আশেপাশের এলাকায় মোবাইল ইন্টারনেট ফিরেছে।  

বুধবার (১২ জুলাই) দুপুর থেকে মোবাইলে থ্রি-জি ও ফোর-জি সেবায় বিঘ্ন ঘটলেও সন্ধ্যার পর স্বাভাবিক হতে শুরু করে।

বিএনপির সমাবেশকে কেন্দ্র করে মোবাইল ইন্টারনেট বন্ধ করে দেওয়া হয়েছিল বলে অভিযোগ করেছে দলটি। মোবাইল ইন্টারনেট বন্ধ থাকার কারণে ইন্টারনেট ব্রাউজ করা যাচ্ছিলো না। ভয়েস কলের ক্ষেত্রেও নেটওয়ার্ক বিঘ্ন ঘটে।

তবে সন্ধ্যার পর থেকে মোবাইলে ইন্টারনেট ফিরতে শুরু করেছে বলে জানিয়েছেন ওই এলাকার গ্রাহকরা।

এর আগে একটি মোবাইল অপারেটরের একজন কর্মকর্তা জানিয়েছেন, দুপুর থেকে মোবাইলে থ্রি-জি এবং ফোর-জি বন্ধ রয়েছে। তবে টু-জি চালু রয়েছে। আর সন্ধ্যার পর থ্রি-জি এবং ফোর-জি চালু হবে।

মোবাইলে ইন্টারনেট ব্রাউজ করার জন্য থ্রি-জি এবং ফোর-জি সেবা প্রয়োজন। আর ভয়েস কল ও এসএমএস পাঠানোর জন্য টু-জি সেবার দরকার হয়।

এদিকে রাজনৈতিক দলের সভা সমাবেশকে কেন্দ্র করে মোবাইল ইন্টারনেট বন্ধ রাখায় নিন্দা জানিয়েছে বাংলাদেশ মুঠোফোন গ্রাহক অ্যাসোসিয়েশন।

বাংলাদেশ সময়: ২০২৬ ঘণ্টা, জুলাই ১২, ২০২৩
এমআইএইচ/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।