ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

‘রাতেই পরীক্ষামূলকভাবে ব্রডব্যান্ড ইন্টারনেট চালু’

স্পেশাল করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১০ ঘণ্টা, জুলাই ২৪, ২০২৪
‘রাতেই পরীক্ষামূলকভাবে ব্রডব্যান্ড ইন্টারনেট চালু’ জুনাইদ আহমেদ পলক (ফাইল ফটো)

ঢাকা: বুধবার (২৪ জুলাই) রাত থেকেই সারা দেশে পরীক্ষামূলকভাবে ব্রডব্যান্ড ইন্টারনেট সেবা চালু করা হবে বলে জানিয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্য-প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।

একইসঙ্গে বেসরকারি খাতকে সঙ্গে নিয়ে ফ্রিল্যান্সারদের ইন্টারনেট সংযোগ দেওয়া সম্ভব হবে বলে জানিয়েছেন তিনি।

বুধবার বিকেলে রাজধানীর আগারগাঁওয়ের বিটিআরসি ভবনের সম্মেলনকক্ষে সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।

সংবাদ সম্মেলনে প্রতিমন্ত্রী জানিয়েছেন, মঙ্গলবার (২৩ জুলাই) রাত থেকে দেশে বাণিজ্যিক, অর্থনৈতিক, কুটনৈতিক ও গণমাধ্যমে চালু হওয়ার পর আজ দুপুর পর্যন্ত দেড় টেরাবাইট ব্যান্ডউইথ ব্যবহৃত হয়েছে।

এ সময় বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রন কমিশনের(বিটিআরসি) চেয়ারম্যান প্রকৌশলী মহিউদ্দিন আহমেদ উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৭১০ ঘণ্টা, জুলাই ২৪, ২০২৪
এমআইএইচ/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।