ঢাকা, মঙ্গলবার, ৩০ আশ্বিন ১৪৩১, ১৫ অক্টোবর ২০২৪, ১১ রবিউস সানি ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

সাবমেরিন ক্যাবলের সক্ষমতা বাড়ানোর তাগিদ নাহিদের

স্পেশাল করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩৪১ ঘণ্টা, সেপ্টেম্বর ৯, ২০২৪
সাবমেরিন ক্যাবলের সক্ষমতা বাড়ানোর তাগিদ নাহিদের ফাইল ফটো

ঢাকা: বাংলাদেশ সাবমেরিন ক্যাবলস পিএলসির সক্ষমতা বাড়ানোর তাগিদ দিয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি উপদেষ্টা মো. নাহিদ ইসলাম।  

সোমবার (৯ সেপ্টেম্বর) গুলশানে বাংলাদেশ সাবমেরিন ক্যাবলস পিএলসির প্রধান কার্যালয় পরিদর্শনকালে উপদেষ্টা এ কথা বলেন।

 

নাহিদ ইসলাম বলেন, বিএসসিপিএলসির যে সক্ষমতা রয়েছে তারা সম্পূর্ণ কাজে লাগাতে হবে, প্রয়োজনে সক্ষমতা বাড়ানোর উদ্যোগ নিতে হবে।

প্রতিষ্ঠানের নিয়োগে অনিয়ম-দুর্নীতির কথা উল্লেখ করে উপদেষ্টা বলেন, সুষ্ঠু তদন্তের মাধ্যমে দোষীদের শাস্তির ব্যবস্থা করতে হবে।  

বিএসসিপিএলসির কর্মকর্তারা উপদেষ্টাকে সাবমেরিন ক্যাবলস-৬ এর সংযোগ এবং এর ফলে বাংলাদেশ কী কী সুবিধা পাবে সেই বিষয়গুলো অবহিত করেন। ১৪টি দেশের ১৬টি প্রতিষ্ঠান সাবমেরিন ক্যাবলস-৬ এ সংযুক্ত থাকবে যার মেয়াদকাল ২০৪৫ সাল পর্যন্ত বলেও তারা উপদেষ্টাকে অবহিত করেন।  

পরিদর্শনকালে বাংলাদেশ সাবমেরিন ক্যাবলস পিএলসি’র ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।  

বাংলাদেশ সময়: ২২৪১ ঘণ্টা, সেপ্টেম্বর ০৯, ২০২৪
এমআইএইচ/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।