ঢাকা, বৃহস্পতিবার, ৯ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

টিকটকে ৭ কোটি বারের বেশি দেখা হয়েছে ‘প্রেমের বিকাশ’

স্পেশাল করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২০ ঘণ্টা, ডিসেম্বর ২৩, ২০২৪
টিকটকে ৭ কোটি বারের বেশি দেখা হয়েছে ‘প্রেমের বিকাশ’ টিকটকে প্রেমের বিকাশ সিরিজ

ঢাকা: টিকটকে বিকাশের কমিউনিটি চ্যানেল ‘আমার বিকাশ’-এ প্রচারিত বিনোদন ও সচেতনতামূলক স্বল্পদৈর্ঘ্যের ওয়েব সিরিজ ‘প্রেমের বিকাশ’ দেখেছেন ৮০ লাখ দর্শক সাত কোটি বারেরও বেশি।  

সোমবার (২৩ ডিসেম্বর) বিকাশ থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, প্রতিটি দুই-তিন মিনিট দৈর্ঘ্যের ৩১টি পর্বে সাজানো সিরিজটিতে প্রেম-ভালোবাসা-বিরহ-দ্বন্দ্ব-বন্ধুত্বের আবহে এগিয়ে গেছে সিরিজটির গল্প, যা টিকটক ব্যবহারকারীদের মাঝে দারুণভাবে সাড়া ফেলেছে। পাশাপাশি বিকাশ’র সেবার সঙ্গে পরিচয় ও ডিজিটাল লেনদেনে সচেতনতার বার্তাও দেওয়া হয়েছে ‘প্রেমের বিকাশ’ ওয়েব সিরিজে।  

সম্প্রতি টিকটক তাদের অফিশিয়াল ‘টিকটক ফর বিজনেস সিএসএ’ লিংকড-ইন পেজে বাংলাদেশে প্রথমবারের মতো নির্মিত এই টিকটক ওয়েব সিরিজটির গুরুত্ব, প্রভাব ও সাফল্য নিয়ে তাদের উচ্ছ্বাসের কথা প্রকাশ করে বলেছে, কমিউনিটির সাথে ব্র্যান্ডের যোগাযোগ আরও গভীর করেছে ‘প্রেমের বিকাশ’। কৌশলগত যোগাযোগ এবং সৃজনশীল গল্প দিয়ে টিকটক ব্যবহারকারীদের মনে শীর্ষস্থান দখল করে নিয়েছে ‘আমার বিকাশ’।  

ওয়েব সিরিজটিতে জনপ্রিয় টিকটক ইনফ্লুয়েন্সার মিরাজ খান ও আরোহী মিম কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন। অন্যান্য চরিত্রেও অভিনয় করেছেন টিকটকের পরিচিত চরিত্ররা। নাটকের প্লট ও অভিনয় নিয়ে ইতিবাচক সাড়া মিলেছে প্রত্যেকটি পর্বের কমেন্ট সেকশনে। পাশাপাশি দারুণ ট্রেন্ডি এই উদ্যোগটির মাধ্যমে বিকাশের প্রয়োজনীয় সেবাগুলোকে মানুষের কাছে আকর্ষণীয়ভাবে উপস্থাপন করার কৌশলকে সাধুবাদ জানিয়েছেন বিপণন বিশ্লেষকরা।  

বাংলাদেশ সময়: ১৮২০ ঘণ্টা, ডিসেম্বর ২৩, ২০২৪
এমআইএইচ/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।