ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

কাগুজে বইয়ের চেয়ে ইবুক এর বিক্রি বেশি

মনোয়ারুল ইসলাম | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১৩৮ ঘণ্টা, জুলাই ২১, ২০১০
কাগুজে বইয়ের চেয়ে ইবুক এর বিক্রি বেশি

মলাটে বাঁধা বই এর বিক্রিকে প্রথমবার ছাড়িয়ে গেল ইলেকট্রনিক বই। গত তিন মাসে উল্লেখযোগ্য হারে ইবুক বিক্রি বেড়েছে বলে অ্যামাজন দাবি করেছে।



অ্যামাজন সূত্র জানিয়েছে, গত তিন মাসে প্রতি ১০০ বই বিক্রির পাশাপাশি ১৪৩টি ইলেকট্রনিক বই বিক্রি হয়েছে। শুধু গত মাসেই তারা প্রতি ১০০টি সাধারণ বইয়ের পাশাপাশি ১৮০টি ইবুক বিক্রি করেছে।

অ্যামাজন এর ভার্চুয়াল বই বিক্রয় কেন্দ্র কিন্ড্যাল বুক স্টোরে এ মুহূর্তে ৬ লাখ ৩০ হাজারেরও বেশি ইবুক সংরক্ষিত আছে। এর ৫ লাখ ১০ হাজার ইবুক এর দাম ৯.৯৯ ডলার বা তারও কম।  

অন্যদিকে অ্যামাজনের ইলেকট্রনিক বই পাঠক যন্ত্র কিন্ড্যাল ইবুক রিডার এর বিক্রিও গত ৩ মাসে বেড়েছে বলে জানানো হয়। প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী জেফ বিজস জানান, কিন্ড্যাল ইবুক রিডার এর মূল্য ২৫৯ ডলার থেকে কমিয়ে ১৮৯ ডলার করায় যন্ত্রটির বিক্রি তাৎক্ষণিক বেড়ে গেছে।

অ্যামাজন এর পাশাপাশি গুগল ও অ্যাপলের ভার্চুয়াল বই বিপণন কেন্দ্রের ইবুক বিক্রিও বেড়েছে বলে সূত্র জানিয়েছে। কারণ অ্যাপল এর আইপ্যাড বিক্রির প্রথম মাসেই ১৫ লাখ ইবুক ডাউনলোড করা হয়। এ মুহূর্তে অ্যামাজন ও অ্যাপলের তুলনায় গুগলের ইবুক ভান্ডার বেশি সমৃদ্ধ। কারণ গুগলের ইবুক স্টোরে ১ কোটি ২০ লাখ বই সংরক্ষিত আছে।

বাংলাদেশ স্থানীয় সময় ১৫১৫ ঘণ্টা, জুলাই ২০, ২০১০


বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।