ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

নতুন ৯টি দেশে আইপ্যাড বিক্রি শুরু হচ্ছে

মনোয়ারুল ইসলাম | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১৪১ ঘণ্টা, জুলাই ২১, ২০১০
নতুন ৯টি দেশে আইপ্যাড বিক্রি শুরু হচ্ছে

সম্প্রতি আরও ৯টি দেশে আইপ্যাড বিক্রির সিদ্ধান্ত নিয়েছে অ্যাপল। এ নিয়ে মোট ১৯টি দেশে অ্যাপল এর আইপ্যাড বিক্রি হচ্ছে।



নতুনভাবে যুক্ত হওয়া দেশগুলো হচ্ছে অষ্ট্রিয়া, বেলজিয়াম, হংকং, আয়ারল্যান্ড, মেক্সিকো, নেদারল্যান্ড, সিঙ্গাপুর, নিউজিল্যান্ড ও লুক্সামবুর্গ। অ্যাপল অবশ্য আগেই জানিয়েছিল, এ দেশগুলোতে জুলাই এর মধ্যে আইপ্যাড বিক্রি শুরু হবে।

গত ৩ এপ্রিল যুক্তরাষ্ট্রে আইপ্যাড উন্মোচিত হওয়ার পর মে মাসের মধ্যে কানাডা, জাপান ও ইউরোপসহ মোট ৯টি দেশে আইপ্যাড বিক্রি শুরু হয়।

অ্যাপল সূত্র জানিয়েছে, চলতি বছরের মধ্যে বিশ্বের আরও অনেক দেশ আইপ্যাড বিক্রির উদ্যোগ নেওয়া হবে। উল্লেখ্য, গত ৩০ জুন পর্যন্ত বিশ্বব্যাপী ৩৩ লাখ আইপ্যাড বিক্রি হয়েছে।

বাংলাদেশ স্থানীয় সময় ১৬২৫ ঘণ্টা, জুলাই ২০, ২০১০


বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।