ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

সব গাড়িতে বেসরকারি রেডিওর ফ্রিকোয়েন্সি চান মালিকরা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩১ ঘণ্টা, নভেম্বর ২৭, ২০১৪
সব গাড়িতে বেসরকারি রেডিওর ফ্রিকোয়েন্সি চান মালিকরা তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু

ঢাকা: সব গাড়িতে বেসরকারি রেডিও শোনার ফ্রিকোয়েন্সি চেয়েছে প্রাইভেট রেডিও ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ।

বৃহস্পতিবার (২৭ নভেম্বর) সচিবালয়ে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুর সঙ্গে সাক্ষাৎ করে বার্ষিক ফি ও স্টেশন ফি কমানোসহ বিভিন্ন দাবি জানিয়েছেন তারা।



অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক রাসেদুল হাসান চৌধুরী সাংবাদিকদের বলেন, আমাদের দেশের গাড়িগুলোতে এফএম ৮৭ দশমিক ৫ থেকে ১০৮ পর্যন্ত তরঙ্গের বেতারগুলো শোনা যায় না। সে জন্য রিকন্ডিশনসহ অন্য গাড়িগুলোতে এফএম ফ্রিকোয়েন্সি ৮৭.৫-১০৮ পর্যন্ত নির্ধারিত গ্রাহকযন্ত্রের প্রতিস্থাপন বাধ্যতামূলক করার দাবি জানানো হয়েছে।

অন্য দাবির মধ্যে রয়েছে লাইন্সেস ও জামানত ফি কমানো, সুবিধাজনক সময়ে বাংলাদেশ বেতারের সংবাদ প্রচার, বিটিআরসির স্টেশন চার্জ কমানো এবং বিভিন্ন কমিটিতে বেসরকারি বেতারের সংগঠনকে অন্তর্ভুক্তকরণ।

বেসরকারি মালিকদের দাবিগুলোকে যৌক্তিক উল্লেখ করে তথ্যমন্ত্রী বলেন, আমরা তথ্যের অবাধ প্রবাহে বিশ্বাসী।

সব গাড়িতে বেসরকারি রেডিও শোনার জন্য যোগাযোগ মন্ত্রণালয়ের সঙ্গে কথা বলে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন মন্ত্রী। অন্য আর্থিক বিষয়গুলো আলাপ আলোচনা করে সুরাহা করা হবে বলেও জানান ইনু।

বেসরকারি রেডিও’র প্রতিনিধি দলের নেতৃত্ব দেন সংগঠনের সভাপতি হারুন-উর-রশীদ।

বাংলাদেশ সময়: ১৮৩২ ঘণ্টা, নভেম্বর ২৭, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।