ঢাকা, শুক্রবার, ২৭ বৈশাখ ১৪৩১, ১০ মে ২০২৪, ০১ জিলকদ ১৪৪৫

তথ্যপ্রযুক্তি

৪ ডিসেম্বর ‘ওয়েব ডেভালপমেন্ট, ফ্রিল্যান্সিং ক্যারিয়ার’ নিয়ে সেমিনার

আইসিটি ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২৪ ঘণ্টা, ডিসেম্বর ৩, ২০১৪
৪ ডিসেম্বর ‘ওয়েব ডেভালপমেন্ট, ফ্রিল্যান্সিং ক্যারিয়ার’ নিয়ে সেমিনার

‘ফ্রিল্যান্সিং ও ওয়েব ডেভালপমেন্ট ক্যারিয়ার’ নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অণুজীববিজ্ঞান মিলনায়তনে অনুষ্ঠিত  হবে জিরো টু ইনফিনিটি টকসের ১২ তম পর্ব। এ পর্বে কথা বলবেন দেশের অন্যতম সফল ফ্রিল্যান্সার এবং আরআর ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা রাসেল আহমেদ।



আরআর ফাউন্ডেশনের এই প্রতিষ্ঠাতা কিভাবে ছোট একটা অবস্থান থেকে সকল বাঁধা বিঘ্ন ঠেলে এমন একটি প্রতিযোগিতাপূর্ণ মার্কেটপ্লেসে সফল হলেন সেই গল্পই শোনাবেন শিক্ষার্থীদের।

৪ ডিসেম্বর বৃহস্পতিবার বিকেল ৪টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত অনুষ্ঠেয় এই সেমিনারটি সবার জন্য উন্মুক্ত।

উল্লেখ্য, ওয়েব ডেভালপমেন্ট নিয়ে আরআর ফাউন্ডেশনের তৈরিকৃত ৭ শতাধিক ভিডিও টিউটোরিয়াল বর্তমানে ফ্রিল্যান্সিং’এ আগ্রহীদের পথ নির্দেশনা দেয়।

প্রসঙ্গত,  মাসিক বিজ্ঞান সাময়িকী ‘জিরো টু ইনফিনিটি’ ‘জিরো টু ইনফিনিটি টকস’ নামে পাক্ষিক বক্তৃতামালার আয়োজন করে থাকে।

চলমান সমাজ, বিজ্ঞান, সংস্কৃতি ও সভ্যতা সহ গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে এখানে কথা বলেন দেশের সফল ব্যক্তিরা।

এই টকসের পৃষ্ঠপোষকতায় রয়েছে  ET Tech Limited। সহযোগিতায় অন্যরকম গ্রুপ, বাংলাদেশ বিজ্ঞান জনপ্রিয়করণ সমিতি, ওপেন নলেজ ফাউন্ডেশন এবং ফরচুন টেক।

বাংলাদেশ সময়: ১৫৩০ ঘণ্টা, ডিসেম্বর ০৩, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।