ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

বাংলাদেশে বসছে ফেসবুক, গুগলের অ্যাডমিন প্যানেল

আইসিটি ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫৮ ঘণ্টা, ডিসেম্বর ৩, ২০১৪
বাংলাদেশে বসছে ফেসবুক, গুগলের অ্যাডমিন প্যানেল

গুগল ও ফেসবুক কর্তৃপক্ষের কাছে বাংলাদেশ টেলিকমিউনিকেশন রেগুলেটরি কমিশনের (বিটিআরসি) করা আবেদন অনুযায়ী ফেসবুক ও গুগলের অ্যাডমিন প্যানেল বসছে বাংলাদেশে।

এ ব্যাপারে সংস্থার সচিব সারওয়ার আলম জানান, চলতি সপ্তাহেই জনপ্রিয় সামাজিক যোগাযোগ এই মাধ্যম দুটির অ্যাডমিন প্যানেল বসাতে সমঝোতা স্মারক সাক্ষরের আবেদন করা হয়েছে।

এখন তাদের উত্তরের অপেক্ষা করা হচ্ছে। এই সমঝোতা স্মারক সই হলে অন্যান্য দেশের মতো ফেসবুক ও গুগলের থেকে বাংলাদেশও প্রয়োজনীয় তথ্য পাবে। এর ফলে ক্ষতিকর উপাদান বন্ধে সহজেই ব্যবস্থা গ্রহণ করা যাবে।

বিটিআরসি সূত্র মতে, বাংলাদেশের সঙ্গে ফেসবুক কিংবা গুগলের কোনো সমঝোতা চুক্তি নেই বলে ফেসবুকের কাছে তথ্য চাইলে তারা দেয় না। ইউটিউবের কোনো লিঙ্ক বন্ধের আবেদন জানানো হলে গুগলও আমলে নেয় না। বিটিআরসি পরিচালিত বিডি সার্টে ফেসবুক ও ইউটিউবে ক্ষতিকর প্রচারণা সম্পর্কে গত এক বছরে শতাধিক অভিযোগ জমা পড়ে। যার মধ্যে দেখা গেছে ফেসবুকে বিভিন্ন ব্যক্তির চরিত্র হনন সংক্রান্ত অভিযোগই বেশি।

এসব সমস্যা দুরীকরণে সম্প্রতি বিটিআরসির সভায় অন্যান্য দেশের মতো বাংলাদেশেও ফেসবুক এবং গুগলের অ্যাডমিন প্যানেল স্থাপনের জন্য আবেদনের সিদ্ধান্ত নেয়া হয়। সভার প্রতিবেদনে বলা হয়, কোনো ওয়েবসাইট কিংবা ব্লগে সাইবার অপরাধের ঘটনা ঘটলে কিংবা ক্ষতিকর কোনো উপাদান সংযুক্ত করা হলে, তার বিরুদ্ধে সহজেই ব্যবস্থা নেয়া যায়। ইন্টারন্যাশনাল ইন্টারনেট গেটওয়ের মাধ্যমে সহজেই ওই ওয়েবসাইট কিংবা ব্লগের লিঙ্ক বন্ধ করা যায়। এরইমধ্যে প্রায় এক হাজার লিঙ্ক বন্ধ করা হয়েছে বলে জানান তারা।
উল্লেখ্য, বিশ্বে প্রায় ১’শ কোটি ফেসবুক ব্যবহারকারীর মধ্যে বাংলাদেশে রয়েছে ১ কোটির অধিক ব্যবহারকারী। যার ৮০ শতাংশই পুরুষ।    

বাংলাদেশ সময়: ১৭৫৮ ঘণ্টা, ডিসেম্বর ০৩, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।