ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

যোগাযোগ সুবিধায় গ্রামীণফোন-আরএকে পেইন্টসের চুক্তি

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০৫ ঘণ্টা, আগস্ট ৩০, ২০১৫
যোগাযোগ সুবিধায় গ্রামীণফোন-আরএকে পেইন্টসের চুক্তি

ঢাকা: বিজনেস সলিউশনস প্যাকেজের অধীনে পরিপূর্ণ যোগাযোগ সুবিধার জন্য গ্রামীণফোনের সঙ্গে চুক্তি সই করেছে আরএকে পেইন্টস (প্রাইভেট) লিমিটেড।
 
গ্রামীণফোনের ডেপুটি ডিরেক্টর (ডাইরেক্ট সেলস) সাজ্জাদ আলম ও আরএকে পেইন্টসের জেনারেল ম্যানেজার ভিশাল মোথরেজা নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে সই করেন।


 
গত ২৬ আগস্ট উত্তরায় আরএকে পেইন্টসের কার্যালয়ে এ চুক্তি সই হয় বলে রোববার (৩০ আগস্ট) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে গ্রামীণফোন।
 
এসময় আরএকে পেইন্টসের ম্যানেজার (এইচআর অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন) মোহাম্মদ মোরাদ হোসেন, গ্রামীণফোনের জেনারেলম্যানেজার (হেড অব হাই ভ্যালু কি অ্যাকাউন্টস) মোহাম্মদ সাদ ফজলুল করিম ও কি অ্যাকাউন্ট ম্যানেজার মোহাম্মদ জাবেদ চৌধুরী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৮৫৮ ঘণ্টা, আগস্ট ৩০, ২০১৫
এমআইএইচ/এসএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।