ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

আসছে নিনতেনদো উই নব্য সংস্করণ

সিজারাজ জাহান মিমি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৪৩ ঘণ্টা, জুন ৮, ২০১১
আসছে নিনতেনদো উই নব্য সংস্করণ

ভবিষ্যৎ প্রজন্মের লক্ষ্যে বিখ্যাত গেমিং পণ্য নির্মাতা নিনতেনদো লস অ্যাঞ্জেলেসের ইলেকট্রনিক এন্টারটেইনমেন্ট প্রদর্শনী (ইথ্রি) ‘উই গেম’ কনসোল এর নতুন মডেল প্রদর্শন করেছে। সূত্র এ তথ্য জানিয়েছে।



এটি নিনতেনদোর বহু প্রতীক্ষিত ফল। নিনতেনদোর আগের ‘উই’ কনসোল ছিল ব্যাপক জনপ্রিয়। এ মুহূর্তে প্রতিদ্বন্দ্বীর চাপের মুখে আছে প্রতিষ্ঠানটি।

নিনতেনদো ঠিক হুবহু আগের বৈশিষ্ট্যের ভিডিও গেমিং কনসোল বাজারে আনতে যাচ্ছে। অন্যদিকে নিনতেনদোর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট রেগি ফিলস এ সম্মেলনে জানিয়েছে, নতুন এ পণ্যটি আগের মতো নয়। এতে নতুন কিছু বৈশিষ্ট্য আনা হয়েছে। ‘ডাবড উই ইউ’ কনসোলে আছে কন্ট্রোলার। এটি টাচস্ক্রিন এবং ক্যামেরা নিয়ন্ত্রণে সহায়ক।

নিনতেনদো আশাবাদী নতুন এ কনসোল তারুণ্যের গেমিং আবহে নতুনত্ব সৃষ্টি করবে। কন্ট্রোলার প্রযুক্তি হাতে ধারনকৃত ট্যাবলেট পণ্যকে ছাড়িয়ে যাবে। এছাড়া ‘উই ইউ’ এর সেটটপ বক্সটি ঠিক প্রথম আর্বিভূত কনসোলের অনুকরণ। নিনতেনদোর প্রত্যাশা এটি ব্যবসায় মন্দার প্রভাব কাটিয়ে অবস্থান বদলে ফেলবে।

কন্ট্রোলার প্রযুক্তির টাচস্ক্রিন পর্দাটি ৬.২ ইঞ্চি। আছে ফ্রন্ট ফেসিং ক্যামেরা ও আগের মতো দুটি বাটন উই রিমোর্ট ও মোশন ডিটেক্টর।

উল্লেখ্য, এ কনসোল ব্যবহারকারীরা সুস্পষ্টভাবে ভিডিওচিত্র সম্প্রচার, ভিডিও কল এবং ওয়েব ব্রাউজিং সেবা উপভোগ করতে পারবেন।

নিনতেনদো সূত্র মতে, আগামী এপ্রিলের মাঝামাঝি সময়ে এ পণ্যটি বিক্রির রেকর্ড গড়বে। পেছনে ফেলবে এ পণ্য নিয়ে তার অতীত সাফল্যকে।

বাংলাদেশ সময় ২১৪৫ ঘণ্টা, জুন ৮, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।