ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

রবি’র নিরীক্ষায় বিটিআরসি ও অডিট ফার্মের মধ্যে চুক্তি

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১২ ঘণ্টা, মার্চ ১৫, ২০১৬
রবি’র নিরীক্ষায় বিটিআরসি ও অডিট ফার্মের মধ্যে চুক্তি

ঢাকা: বেসরকারি মোবাইল ফোন অপারেটর রবি আজিয়াটা লিমিটেডের ইনফরমেশন সিস্টেম নিরীক্ষায় (অডিট) চুক্তি সই হয়েছে।

নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসি কার্যালয়ে মঙ্গলবার (১৫ মার্চ) বিটিআরসি এবং স্থানীয় নিরীক্ষা প্রতিষ্ঠান মসিহ মুহিত হক অ্যান্ড কোম্পানি এবং ভারতীয় সহযোগী নিরীক্ষা প্রতিষ্ঠান পি.কে.এফ শ্রীধর অ্যান্ড সান্থনাম এলএলপি (P.K.F Sridhar & Santhanam LLP) এর মধ্যে চুক্তি সই হয়।



বিটিআরসি’র পরিচালক (প্রশাসন) আফতাব মো. রাশেদুল ওয়াদুদ এবং নিরীক্ষা ফার্ম মুসি মুহিত হক অ্যান্ড কোম্পানির অংশীদার মুরাহেব মালিক চৌধূরী, এফসিএ এবং পি.কে.এফ শ্রীধর অ্যান্ড সান্থনাম এলএলপি’র গণপতি সুব্রামনিয়ান (Ganapati Subramanian) নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে সই করেন।

বিটিআরসি’র স্পেকট্রাম বিভাগের কমিশনার এটিএম মনিরুল আলম, কমিশন সচিব মো. সরওয়ার আলম; অর্থ, হিসাব ও রাজস্ব শাখার পরিচালক আশীষ কুমার কুণ্ডু, লিগ্যাল শাখার পরিচালক তারেক হাসান সিদ্দিকী এবং এনফোর্সমেন্ট ও ইন্সফেকশন শাখার পরিচালক ইয়াকুব আলী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

বিটিআরসি’র সিনিয়র সহকারী পরিচালক জাকির হোসেন খাঁন বাংলানিউজকে বলেন, রবি বাংলাদেশে কার্যক্রম শুরুর পর প্রথমবারের মতো বিটিআরসি কর্তৃক পূর্ণাঙ্গ এ নিরীক্ষা কার্যক্রম শুরু করা হচ্ছে।

বিটিআরসি’র সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, এই নিরীক্ষা কার্যক্রমের ফলে রবি’র কার্যক্রমে আরও স্বচ্ছতা ও গতি আসবে এবং সেবার মানও উন্নত হবে বলে আশা করা যায়।
 
ইতোমধ্যে গ্রামীণফোনের অডিট কার্যক্রম শুরু করেছে কমিশন। ক্রমান্বয়ে অন্যান্য অপারেটরের ইনফরমেশন সিস্টেম নিরীক্ষাসহ বিস্তারিত নিরীক্ষা কার্যক্রম সম্পন্ন করার উদ্যোগ নেওয়া হয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

বাংলাদেশ সময়: ১৭১১ ঘণ্টা, মার্চ ১৫, ২০১৬
এমআইএইচ/পিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।