ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

সময় বাড়লো ‘নাসা স্পেস অ্যাপস চ্যালেঞ্জে’ অংশগ্রহণের

আইসিটি ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১৩ ঘণ্টা, মার্চ ২২, ২০১৬
সময় বাড়লো ‘নাসা স্পেস অ্যাপস চ্যালেঞ্জে’ অংশগ্রহণের

যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসা আয়োজিত বিশ্বের সর্ববৃহৎ হ্যাকাথন প্রতিযোগিতা ‘নাসা স্পেস অ্যাপস চ্যালেঞ্জে’ অংশগ্রহণের সময় বাড়ানো হয়েছে।

বাংলাদেশে প্রতিযোগিতাটির আয়োজক বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস) সুত্র মতে, অংশগ্রহণে প্রত্যাশীদের অনুরোধে পূর্ব-নির্ধারিত ২০ মার্চ পর্যন্ত নিবন্ধনের সময় বাড়িয়ে তা ৩০ মার্চ পর্যন্ত করা হয়েছে।



‌এ বিষয়ে বেসিস পরিচালক ও নাসা স্পেস অ্যাপস চ্যালেঞ্জ ২০১৬ এর আহ্বায়ক আরিফুল হাসান অপু বলেন, দেশে দ্বিতীয়বারের মতো আন্তর্জাতিক এই প্রতিযোগিতার আয়োজন করছি। আমরা মনে করি, এসব প্রতিযোগিতার মাধ্যমে বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি সমস্যা সমাধানে উল্লেখযোগ্য আইডিয়া বের হয়ে আসবে। নাসার মতো বড় বড় প্রতিষ্ঠানে বাংলাদেশিদের কর্মস্ংস্থান ও অন্যান্য সংশ্লিষ্টতাও বাড়বে।

উল্লেখ্য, বিশ্বের ১৭০টিরও বেশি নগরীর মতো বাংলাদেশের ঢাকা, চট্টগ্রাম ও রাজশাহীতে বড় পরিসরে আগামী ২২ থেকে ২৪ এপ্রিল অনুষ্ঠিত হবে এ প্রতিযোগিতা। দেশের এই ৩টি বিভাগে বৃহৎ পরিসরে আয়োজিত বুটক্যাম্প থেকে ২টি করে মোট ৬টি টিম নাসার চূড়ান্ত প্রতিযোগিতায় অংশগ্রহণের সুযোগ পাবে। এছাড়া নির্বাচিতরা সার্টিফিকেট পাবে।

আয়োজকরা জানিয়েছেন, দেশব্যাপী এ প্রতিযোগিতা ছড়িয়ে দেয়ার লক্ষ্যে বেসিস স্টুডেন্টস ফোরাম ৬৪টি জেলার ১০০টি শিক্ষা প্রতিষ্ঠানে সেমিনারের আয়োজন করবে। এতে দেশের শীর্ষস্থানীয় মেন্টররা প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের মেন্টরিংসহ প্রয়োজনীয় সহযোগিতা করা হবে।

এবারের প্রতিযোগিতায় বিমানচালনা বিদ্যা, স্পেস স্টেশন, সোলার সিস্টেম, তথ্যপ্রযুক্তি, আর্থ ও মঙ্গল গ্রহে যাওয়ার বিষয় নিয়ে বিভিন্ন সমস্যার সমাধান করবেন প্রতিযোগিরা। একক বা দলবদ্ধভাবে নিবন্ধনের মাধ্যমে যে কেউ নাসার এই প্রতিযোগিতায় অংশ নিতে পারবেন।

আগ্রহীরা http://studentsforum.basis.org.bd/ ওয়েবসাইট থেকে অংশগ্রহণের জন্য নিবন্ধন করতে পারবে। এছাড়া প্রতিযোগিতা সম্পর্কে http://spaceappschallenge.org ওয়েবসাইট থেকে বিস্তারিত জানা যাবে।

বাংলাদেশে ‘নাসা স্পেস অ্যাপস চ্যালেঞ্জে’ সহযোগিতায় রয়েছে বেসিস স্টুডেন্টস ফোরাম ও ক্লাউডক্যাম্প বাংলাদেশ। পৃষ্ঠপোষকতা করছে বাগডুম ডটকম, পিবাজার ডটকম এবং পিপল এন টেক।

এছাড়া অ্যাকাডেমিক পার্টনার হিসেবে থাকছে রাজশাহী ইউনিভার্সিটি, ইন্ডিপেনডেন্ট ইউনিভার্সিটি অব বাংলাদেশ ও চট্টগ্রাম ইন্ডিপেনডেন্ট ইউনিভার্সিটি।

বাংলাদেশ সময়: ১৭২৩ ঘণ্টা, মার্চ ২১, ২০১৬
এসজেডএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।