ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

নতুন লোগোয় গ্রাহকের কাছে যাওয়ার প্রত্যয় অ্যালকাটেলের

তথ্যপ্রযুক্তি ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০২ ঘণ্টা, মার্চ ২২, ২০১৬
নতুন লোগোয় গ্রাহকের কাছে যাওয়ার প্রত্যয় অ্যালকাটেলের

ঢাকা: টিসিএল কমিউনিকেশন তাদের নিজস্ব ব্র্যান্ড অ্যালকাটেল ওয়ানটাচ থেকে ওয়ানটাচ বাদ দিয়ে অ্যালকাটেল নামে নতুন লোগো উন্মোচন করেছে।

গত ২২-২৫ ফেব্রুয়ারি স্পেনের বার্সেলোনায় অনুষ্ঠিত মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেস (এমডাব্লিউসি) এ নতুন লোগো উন্মোচন করা হয়।



মিলেনিয়ামস মার্কেটকে লক্ষ্য রেখে এবং তাদের চাহিদা ও পছন্দের ওপর নির্ভর করে টিসিএল কমিউনিকেশন অ্যালকাটেল নামে নতুন এ লোগো উন্মোচন করেছে।

নতুন লোগোর বিষয়ে অ্যালকাটেল সিএমও ড্যান ডেরি বলেন, নতুন এ লোগো তৈরির মাধ্যমে গ্রাহকের আরো কাছে যেতে পারবো আমরা। গুণগতমান এবং মূল্য উভয়ই গ্রাহকদের কাছে গুরুত্বপূর্ণ। আমরা মনে করি অ্যালকাটেল তাদের নতুনত্বের সঙ্গে প্রত্যেকের কাছে আরো গ্রহণযোগ্য হবে।

লোগো উন্মোচনের পাশাপাশি টিসিএল সম্প্রতি তিনটি হ্যান্ডসেটও উন্মুক্ত করেছে। এর মধ্যে দু’টি ফ্ল্যাগশিপ হ্যান্ডসেট অ্যালকাটেল আইডল ৪ এবং ৪ এস।

বাংলাদেশ সময়: ১১২৩ ঘণ্টা, মার্চ ২২, ২০১৬
জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।