ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

অর্থনীতিতে অবদান রাখতে দেশেই প্রযুক্তিপণ্য উৎপাদনের প্রত্যয়

আইসিটি ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২২৫ ঘণ্টা, এপ্রিল ১, ২০১৬
অর্থনীতিতে অবদান রাখতে দেশেই প্রযুক্তিপণ্য উৎপাদনের প্রত্যয়

দেশে কম্পিউটার, ল্যাপটপ, ট্যাবের মতো ডিজিটাল ডিভাইস উৎপাদনের মাধ্যমে  ডিজিটাল শিল্পায়নের পথকে সুসংহত করার প্রত্যয় নিয়ে অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশ কম্পিউটার সমিতির (বিসিএস)২৪তম বার্ষিক সাধারণ সভা।

বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রের উইন্ডি টাউনে বৃহস্পতিবার বিকেলের এই সভায় বিগত বছরের আর্থিক বিবরণী পেশ, আগামী বছরের কর্মপরিকল্পনা গ্রহণ পাশাপাশি অনুষ্ঠিত হয় নতুন কার্যনির্বাহী কমিটির পরিচিতি পর্ব।

   

বিসিএস সভাপতি  এ.এইচ.এম. মাহফুজুল আরিফের সভাপতিত্বে সভায় কার্যনির্বাহী কমিটির সদস্য বিসিএস সহ-সভাপতি  মজিবুর রহমান স্বপন, মহাসচিব  নজরুল ইসলাম মিলন, যুগ্ম মহাসচিব  এস.এম ওয়াহিদুজ্জামান এবং পরিচালকগণ  এ.টি. শফিক উদ্দিন আহমেদ,  আলী আশফাক ছাড়াও সংগঠনের সাধারণ সদস্যরা উপস্থিত ছিলেন।

আলোচ্যসূচি অনুসারে ২০১৫ সালের বার্ষিক সাধারণ সভার কার্যবিবরণী উপস্থাপন করেন বিসিএস সভাপতি। কন্ঠভোটে কার্যবিবরণী অনুমোদন করেন উপস্থিত সদস্যরা। সভাপতির সম্মতিক্রমে মহাসচিব  নজরুল ইসলাম মিলন  সমিতির ২০১৫ সালের  কার্যক্রমের বিবরণ এবং গত বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন ও আগামী অর্থ বছরের জন্য সমিতির বাজেট সভায় উপস্থাপন করেন।

উপস্থিত সদস্যরা বিষয়গুলো সম্পর্কে তাদের মতামত প্রদান করেন। সভায় বিস্তারিত আলোচনা ও মতামতের আলোকে ২০১৬ সালের কার্যক্রম, নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন এবং আগামী অর্থ বছরের জন্য সমিতির বাজেট অনুমোদিত হয়।

এছাড়া আগামী বছরগুলোতেও বাংলাদেশ আইসিটি এক্সপো’র মাধ্যমে দেশের হার্ডওয়্যার শিল্পখাতকে অর্থনীতির মূল চালিকাশক্তিতে অন্তর্ভূক্তির জন্য সকল সদস্যকে আরও দক্ষতার সঙ্গে কাজ করার পরামর্শ দেয়া হয়।

 এ বিষয়ে বিসিএস সভাপতি বলেন,  গত ৬ আগস্ট ডিজিটাল বাংলাদেশ টাস্কফোর্স বৈঠকে দেশে ডিজিটাল ডিভাইস উৎপাদন ও সংযোজন করে স্থানীয় চাহিদা মিটিয়ে রপ্তানিতে বিশেষ গুরুত্ব দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজকের সভায় প্রধানমন্ত্রীর সঙ্গে আমরাও শতভাগ ঐক্যমত হয়ে এখনই ভোক্তা থেকে উৎপাদকের ভূমিকায় অবতীর্ণ হওয়ার জন্য টেকসই পরিকল্পনা গ্রহণ করেছি।

তিনি আরো বলেন, বাংলাদেশ কম্পিউটার সমিতির সভাপতি নির্বাচিত হবার পর থেকে সরকারের রূপকল্প ২০২১ এর সঙ্গে সমান্তরাল ‘মেইক বাই বাংলাদেশ’ বাস্তবায়নের নিরিখে দেশের হার্ডওয়্যার তথা ডিজিটাল শিল্পায়নের কাজে ব্রত হই।

তার বিশ্বাস সরকারের ঐকান্তিক সহযোগিতা পেলে ২০২১ সাল নাগাদ অন্তত: ডিজিটাল পণ্য ও সেবা উৎপাদক দেশ হিসেবে বাংলাদেশ বিশ্বের বুকে নতুন পরিচয়ে আবির্ভূত হতে পারবে।

বাংলাদেশ সময়: ০২১৫ ঘণ্টা, এপ্রিল ০১, ২০১৬
এসজেডএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।