ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

ঢাকায় স্পেস অ্যাপস চ্যালেঞ্জের ফাইনাল বুটক্যাম্প অনুষ্ঠিত

আইসিটি ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০১ ঘণ্টা, এপ্রিল ১০, ২০১৬
ঢাকায় স্পেস অ্যাপস চ্যালেঞ্জের ফাইনাল বুটক্যাম্প অনুষ্ঠিত

যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসা আয়োজিত বিশ্বের সর্ববৃহৎ হ্যাকাথন প্রতিযোগিতা ‘নাসা স্পেস অ্যাপস চ্যালেঞ্জ ২০১৬’ আয়োজন করা হয়েছে বাংলাদেশেও।

বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস) দেশে দ্বিতীয়বার এই প্রতিযোগিতার আয়োজন করছে।

ঢাকার ইন্ডিপেনডেন্ট ইউনিভার্সিটি অব বাংলাদেশে (আইইউবি) শনিবার (০৯ এপ্রিল) অনুষ্ঠিত হয়েছে ঢাকা অঞ্চলের প্রতিযোগিদের নিয়ে ফাইনাল বুটক্যাম্প।

বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের (বিসিসি) নির্বাহী পরিচালক এস এম আশরাফুল ইসলাম এতে প্রধান অতিথি ছিলেন। বেসিসের যুগ্ম-মহাসচিব মোস্তাফিজুর রহমান সোহেলের সভাপতিত্বে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন আইইউবির স্কুল অব ইঞ্জিনিয়ারিং অ্যান্ড কম্পিউটার সায়েন্স ডিপার্টমেন্টের ডিন প্রফেসর শাহরিয়ার খান, ইউল্যাবের সিএসই ডিপার্টমেন্ট প্রধান প্রফেসর ড. সাজ্জাদ হোসেন ও আইইইবির সিএসই ডিপার্টমেন্টের প্রধান ড. আশরাফুল আমিন।

প্রতিযোগিতা সম্পর্কে বিস্তারিত ধারণা দেন বেসিসের পরিচালক এবং বেসিস স্টুডেন্টস ফোরাম ও নাসা স্পেস অ্যাপস চ্যালেঞ্জ ২০১৬ এর আহ্বায়ক আরিফুল হাসান অপু।

ঢাকা অঞ্চলের ফাইনাল বুটক্যাম্পে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের নিবন্ধিত ১২৫টি দল অংশ নেয়। কিভাবে প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে হবে, কিভাবে একটি উদ্ভাবনী প্রকল্প তৈরি করা যায়, বাস্তব প্রকল্প দেখানোসহ এই আয়োজনের বিস্তারিত তুলে ধরা হয় ক্যাম্পে।

এর আগে অংশগ্রহণকারী দলগুলোকে নিয়ে ৩০ জন অভিজ্ঞ প্রফেসর ও তথ্যপ্রযুক্তি খাতের স্থানীয় বিশেষজ্ঞরা মেন্টর মিটিং‘এ বসেন।

উল্লেখ্য, বিশ্বের ২২০টিরও বেশি নগরীর মতো বাংলাদেশের ঢাকা, চট্টগ্রাম ও রাজশাহীতে বড় পরিসরে আয়োজন করা হচ্ছে স্পেস চ্যালেঞ্জ। আগামী ২২ থেকে ২৪ এপ্রিল অনুষ্ঠেয় প্রতিযোগিতার আঞ্চলিক পর্যায়ের বিজয়ীরা চূড়ান্ত প্রতিযোগিতায় অংশগ্রহণের সুযোগ পাবে। এই আয়োজন প্রত্যক্ষভাবে দেখতে বাংলাদেশে আসবেন স্পেস অ্যাপস প্রতিযোগিতার কর্মকর্তারা।

এবারের প্রতিযোগিতার সহযোগি বেসিস স্টুডেন্টস ফোরাম ও ক্লাউডক্যাম্প বাংলাদেশ এবং পৃষ্ঠপোষকতা করছে বাগডুম ডটকম, পিবাজার ডটকম ও পিপলএনটেক। অ্যাকাডেমিক পার্টনার রাজশাহী ইউনিভার্সিটি, ইন্ডিপেনডেন্ট ইউনিভার্সিটি অব বাংলাদেশ ও চট্টগ্রাম ইন্ডিপেনডেন্ট ইউনিভার্সিটি।

বাংলাদেশ সময়: ১৬৫৫ ঘণ্টা, এপ্রিল ১০, ২০১৬
এসজেডএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।