ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

দায়িত্ব গ্রহন করলেন বেসিস সভাপতির উপদেষ্টারা

আইসিটি ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২৬ ঘণ্টা, এপ্রিল ১৬, ২০১৬
দায়িত্ব গ্রহন করলেন বেসিস সভাপতির উপদেষ্টারা

তথ্যপ্রযুক্তি খাতে স্থানীয় ও আন্তর্জাতিক বাজার উন্নয়নের লক্ষ্যে মনোনীত বেসিস সভাপতির দুই উপদেষ্টা মোস্তাফা জব্বার ও আব্দুল্লাহ এইচ কাফি দায়িত্ব গ্রহণ করেছেন। শনিবার (১৬ এপ্রিল) বেসিস সভাকক্ষে আনুষ্ঠানিকভাবে তারা এই দায়িত্ব বুঝে নেন।

এসময় বেসিস সভাপতি শামীম আহসানসহ সংগঠনটির কার্যনির্বাহী নেতৃবৃন্দ ক্রেস্ট প্রদানের মাধ্যমে তাদের শুভেচ্ছা ও সম্মাননা জানান।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বেসিসের সিনিয়র সহ-সভাপতি রাসেল টি আহমেদ, মহাসচিব উত্তম কুমার পাল, যুগ্ম-মহাসচিব মোস্তাফিজুর রহমান সোহেল, কোষাধ্যক্ষ শাহ ইমরাউল কায়ীশ, পরিচালক আরিফুল হাসান অপু সহ অনেকে।

এসময় বাংলাদেশ ও আন্তর্জাতিক বাজারে দেশের তথ্যপ্রযুক্তিকে সম্প্রসারণ সহ বিভিন্ন বিষয়ে উদ্যোগ গ্রহণ এবং তা বাস্তবায়নে নানা দিক নিয়ে আলোচনা হয়।

উল্লেখ্য, সম্প্রতি বেসিস সভাপতির দুই উপদেষ্টা হিসেবে মনোনীত হয় তারা। এদের মধ্যে মোস্তাফা জব্বার স্থানীয় বাজার উন্নয়নে এবং আব্দুল্লাহ এইচ কাফি আন্তর্জাতিক বাজার সম্প্রসারণে বেসিস সভাপতিকে পরামর্শসহ বিভিন্ন বিষয়ে সহযোগিতা করবেন।

বাংলাদেশ সময়: ১৭৩০ ঘণ্টা, এপ্রিল ১৬, ২০১৬
এসজেডএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।