ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

ডিজেআইটি’তে প্রশিক্ষণ নিয়ে জাপানে চাকরি ১০জনের

আইসিটি ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২০ ঘণ্টা, মে ৯, ২০১৬
ডিজেআইটি’তে প্রশিক্ষণ নিয়ে জাপানে চাকরি ১০জনের ছবি: সংগৃহীত

ড্যাফোডিল গ্রুপের অঙ্গ প্রতিষ্ঠান ড্যাফোডিল জাপান আইটি (ডিজেআইটি) থেকে স্বল্পমেয়াদি প্রশিক্ষণ নিয়ে জাপানে কর্মসংস্থান হয়েছে ১০ জন বাংলাদেশি তরুনের।

০৮ মে জাপানের রাজধানী টোকিওতে ডিজেআইটির চেয়ারম্যান মোঃ সবুর খান, ব্যবস্থাপনা পরিচালক তরু ওকাজাকি, জাপানি চাকরিদাতা বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধি সহ নিয়োগপ্রাপ্ত ১০ বাংলাদেশি পুনর্মিলনী অনুষ্ঠানে মিলিত হন।

অনুষ্ঠানের মোঃ সবুর খান প্রতিক্রিয়ায় তথ্যপ্রযুক্তি ও জাপানী ভাষা শিক্ষার প্রয়োজনীয়তার ওপর গুরুত্ব আরোপ করেন। এক্ষেত্রে ডিজেআইটির শিক্ষার্থীদের অভাবনীয় সাফল্যে তিনি সন্তষ্টি প্রকাশ করে বলেন, এই ধারাবাহিকতায় জাপানে বাংলাদেশের বিশাল একটি কর্মীবাহিনীর কর্মসংস্থান সৃষ্টি হবে। আর তাদের মাধ্যমে উপার্জিত বৈদেশিক মুদ্রা বাংলাদেশের অর্থনীতিকে সমৃদ্ধি করবে।

এসময় তারা চাকরির বিভিন্ন অভিজ্ঞতা, প্রয়োজনীয় দক্ষতা, বাংলাদেশি দক্ষ জনবলের চাহিদাসহ নানা বিষয়ে আলোচনা করেন। বাংলাদেশ থেকে কয়েক হাজার তথ্যপ্রযুক্তি পেশাজীবির কর্মসংস্থানের বিষয়ে জাপানীদের আস্থা অর্জনে দৃঢ় প্রতিজ্ঞ বলেও জানান ডিজেআইটির বাংলাদেশি সদ্যসরা।

উল্লেখ্য, ডিজেআইটি ২ বছর যাবৎ তরুনদের তথ্যপ্রযুক্তি ও জাপানী ভাষায় দক্ষ করে জাপান সহ উন্নত বিশ্বে কর্মসংস্থানে সহায়তা করে আসছে। এরই অংশ হিসেবে এই ১০ জন বাংলাদেশি তরুনের জাপানে কর্মসংস্থান হলো। এরা হলেন আবদুল্লাহ আল মারুফ, আবু সুফিয়ান, সোভন রোজারিও, মো: আবদুর রাফি ইবনে মাহমুদ, সায়েম হোসেন অনিক, ফয়সাল সিদ্দিক, রনি কুমার সাহা, মো: মিরাজ হোসেন, এসএম মাইদুল ইসলাম ও মো: সাজ্জাদ হোসেন।

বাংলাদেশ সময়: ১৮১৯ ঘণ্টা, মে ০৯, ২০১৬

এসজেডএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।