ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

ইস্তাম্বুলে রোবোকাপ২০১১

সাব্বিন হাসান | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৩৩ ঘণ্টা, জুলাই ১১, ২০১১
ইস্তাম্বুলে রোবোকাপ২০১১

এ বছরের রোবোকাপ২০১১ আসর। এ আসর নিয়ে চলছে জল্পনাকল্পনা।

সঙ্গে আছে দেশভিত্তিক মূল্যায়ন। আয়োজক সূত্র এ তথ্য জানিয়েছে।

যুক্তরাজ্য রোবো মানোন্নয়নে এগিয়ে থাকলেও গত রোবোকাপ ফুটবল আসরে আশানুরূপ সাফল্যের মুখ দেখেনি এ দেশটি। তাই এবারের প্রস্তুতিটা অনেক আগে থেকেই যাচাই-বাছাইয়ের পরীক্ষা নেওয়া হয়।

ইস্তাম্বুলের রোবোকাপে এবারই প্রথম যুক্তরাজ্যের পুরো দলটি অংশ নেবে। তবে এডিনবরা ইউনিভার্সিটির প্রস্তুতকৃত এডিনফেরনো স্কোয়াডের সবচেয়ে শক্তিশালী চারটি দল গ্রুপ বাছাই পর্বে বাদ পড়ে যায়।

এ দলের কোচ ভয়েড জানান, আগামী দিনে আরও কুশলী এবং সুনিয়ন্ত্রিত রোবো-ফুটবলার নিয়ে তিনি ও তার দল এ আসরে উপস্থিত হবেন।

স্কুল অব ইনফরমেটিকসের সহকারি প্রভাষক ড. রামমূর্তি জানান, গত রোবোকাপে যুক্তরাজ্যের প্রত্যাশিত সাফল্য না আসার কারণ ঘরোয়া রোবো ফুটবল লিগের অনুপস্থিতি। তবে এবারে তা কাটিয়ে উঠতে উদ্যোগ নেওয়া হয়।

বাংলাদেশ সময়ে ২২৩৪ ঘণ্টা, জুলাই ১১, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।