অ্যাপল এখন ট্যাবলেট পিসির বিশ্বে অপ্রতিরোধ্য। কিন্তু আইপ্যাড একের মতো বাজার পরিস্থিতিটা এখন আর একচ্ছত্র নেই।
এরই মধ্যে আইপ্যাড২ নিয়ে জল্পনাকল্পনা আর বিতর্কের কোনো অন্ত নেই। এ নিয়ে বিশেষজ্ঞেরা রীতিমতো বিশ্লেষণ আর ভবিষ্যৎ বাজার পরিস্থিতি সম্পর্কে আগাম জানতে তথ্য আর তত্ত্বগত পরিসংখ্যান খতিয়ে দেখছেন।
এ গবেষণার তথ্য মতে, আইপ্যাড২ আছে জটিল সমীকরণে। কেননা এরই মধ্যে আইপ্যাড২ এর বিপরীতে পাঁচটি বিকল্প ট্যাবলেট পিসি খুঁজে পাওয়া গেছে। আবার অনেকে অ্যাপল পণ্য ব্যবহার অনাগ্রহও প্রকাশ করছেন।
বিশ্লেষকদের ভাষ্যমতে, এ মুহূর্তে যে ট্যাবলেট পণ্যগুলো অ্যাইপ্যাড২ এর জন্য শক্ত প্রতিপক্ষ হতে পারে তার মধ্যে স্যামসাং গ্যালাক্সি ট্যাব ১০.১ (৩২ জিবি), আসুস ইপ্যাড ট্রান্সফরমার (১৬ জিবি, ওয়াইফাই), ব্ল্যাকবেরি প্লেবুক (১৬ জিবি), টি-মোবাইল জি-সেলেট এবং এইচপি টাচপ্যাড (১৬ জিবি) অন্যতম।
এ পাঁচটি ট্যাবলেট পণ্যই এখন আইপ্যাড২ এর জন্য বৈরি প্রতিযোগিতার আবহ সৃষ্টি করেছে। যা আইপ্যাড১ উন্মোচনের সময় ছিল না। স্যামসাং, আসুস, ব্ল্যাকবেরি, টি-মোবাইল এবং এইচপি এ প্রতিটি ব্র্যান্ডই তাদের পণ্যগুণে স্বমহিমায় উজ্জ্বল। কাজেই অ্যাপল তার আসন্ন আইপ্যাড২ নিয়ে বেশ বিপাকেই আছে।
বৈশিষ্ট্যগুণ, শৈল্পিক ডিজাইন আর কারিগরি দক্ষতায় এ পাঁচটি পণ্য কেউ কারও চেয়ে কম নয়। এখন তাই চূড়ান্ত পরীক্ষার পালা। আর সে সময়টা খুব দূরে নয়, আসন্ন। শেষ পর্যন্ত ভোক্তারাই নির্ধারণ করবেন এ লড়াইয়ের শ্রেষ্ঠত্বে কে কতটা এগিয়ে আর ভোক্তাবান্ধব।
বাংলাদেশ সময় ২২২৬ ঘণ্টা, জুলাই ১৯, ২০১১