ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

গ্যালাক্সি ট্যাবের নব্য সংস্করণ উন্মুক্ত

সাব্বিন হাসান | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২১১ ঘণ্টা, জুলাই ২০, ২০১১
গ্যালাক্সি ট্যাবের নব্য সংস্করণ উন্মুক্ত

গ্যালাক্সি ট্যাবের ১০.১ সংস্করণ এখন দক্ষিণ কোরিয়ার স্যামসাং ভক্তদের অনুকূলে। এরই মধ্যে স্যামসাং ব্র্যান্ডের নতুন এ ট্যাবলেট পিসি নিয়ে দেশটিতে হৈ চৈ পড়ে গেছে।

স্যামসাং সূত্র এ তথ্য জানিয়েছে।

অ্যাপল আইপ্যাডকে ধাক্কা দিতেই এ পণ্য প্রত্যাশিত সময়ের আগেই বাজার আনল স্যামসাং। ২০ জুলাই এ পণ্য দক্ষিণ কোরিয়ায় আনুষ্ঠানিকভাবে উন্মোচন করে স্যামসাং।

উল্লেখ্য, এদিন আইপ্যাডের নতুন সংস্করণ অবমুক্ত করার কথাকে অ্যাপল নিজেই গুজব হিসেবে উড়িয়ে দিয়েছে। এতে অ্যাপল ভক্তরা খানিকটা অভিমানও করেছেন  বলে বিশ্লেষকরা মনে করছেন।

এ মুহূর্তে স্যামসাং বিশ্বের দ্বিতীয় বৃহত্তম মোবাইল ফোন নির্মাতার কাতারে অবস্থান করছে। আসছে আগস্ট মাসে যুক্তরাষ্ট্রে গ্যালাক্সি এস স্মার্টফোনের নব্য সংস্করণ উন্মোচনের ঘোষণা দিয়েছে স্যামসাং। এ পণ্যটি অ্যাপল আইফোনের সঙ্গে পাল্লা দেবে বলে প্রাতিষ্ঠানিক সূত্রে জানানো হয়েছে।

এ মুহূর্তে গ্যালাক্সি ট্যাবের ১০.১ সংস্করণ যুক্তরাষ্ট্রসহ বিশ্বের ৫টি দেশে অবমুক্ত করেছে স্যামসাং। এ ট্যাবের মূল বৈশিষ্ট্য অ্যানড্রইড হানিকম্বের ৩.১ অপারেটিং সিস্টেম। মূল টাচ পর্দা ২৫.৬ সেন্টিমিটার।

এটি এখন বিশ্বের সবচেয়ে পাতলা এবং সরু (৮.৬ মিলিমিটার) ট্যাবলেট পিসির স্বীকৃতি পেয়েছে। আন্তর্জাতিক বাজারে এ মুহূর্তে দাম ৬৩৪ ডলার। ১০.১ ইঞ্চি বিশিষ্ট মাল্টিমিডিয়াযুক্ত এ পণ্যটি ইন্টারনেট ব্রাউজ এবং শৈল্পিক বিনোদনে ভোক্তাদের কোনোভাবেই হতাশ করবে না বলে নির্মাতা সূত্র জানিয়েছে।

বাংলাদেশ সময় ২২১৩ ঘণ্টা, জুলাই ২০, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।