ব্ল্যাকবেরি নির্মাতা রিসার্চ ইন মোশনের (রিম) আছে একগুচ্ছ প্রযুক্তিপণ্য সম্ভার। এর মধ্যে আছে প্লেবুক।
শুরু থেকেই প্লেবুকের একমাত্র ওয়াইফাই সংস্করণ নিয়ে সমালোচকেরা গুজব ছড়িয়ে আসছেন। তাই পণ্যের উৎপাদন নিয়ে সংশয়ের অন্ত নেই।
অন্যদিকে রিম অর্থনৈতিক সঙ্কটের কারণ দেখিয়ে বরাবরই বিভ্রান্ত ছড়াচ্ছে। এরই মধ্যে প্রতিষ্ঠানকে অর্থনৈতিকভাবে চাঙ্গা করতে এ শিল্পপ্রতিষ্টান থেকে বেশ কিছু কর্মী ছাটাইও করেছে।
উল্লেখ্য, প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা কার্যক্রম চলছে দুজন প্রধান নির্বাহী কর্মকর্তার মাধ্যমে। একজন মাইক ল্যাজারিডিস। অন্যজন জিম ব্যালসিলিয়া। জনগণের কাছে এ দু কর্তাই অপ্রিয় হয়ে উঠেছে। যদিও ‘স্টেক হোল্ডাররা’ বিষয়টি সামলে নিয়ে তাদের প্রতি আস্থা ফিরিয়ে এনেছে।
প্লেবুকের ওয়াইফাই সংস্করণ উৎপাদন বন্ধের গুজবের কারণ ছিল গড় মূল্যের চেয়ে স্বল্পদাম নির্ধারণ। প্লেবুক নির্মাতা রিম অবশ্য এসব অভিযোগ আমলে নেয়নি।
রিম সূত্র জানিয়েছে, শুরু থেকেই এ ধরনের অসত্য তথ্য সুপরিকল্পিতভাবে ছড়ানো হচ্ছে। এজন্য ওয়াইফাই সংস্করণের প্লেবুক বাজারে সরবরাহ বন্ধ রাখা নিয়ে সংশয় তৈরি হয়। এরপরও আগ্রহীদের নজর চার গিগাবাইট প্লেবুকের দিকে।
বাংলাদেশ সময় ১৮১২ ঘণ্টা, জুলাই ২১, ২০১১