ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

4G আনছে গ্রামীণফোন! 3G’র অভিজ্ঞতা কি?

তথ্যপ্রযুক্তি ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১১০ ঘণ্টা, জুলাই ২৫, ২০১৬
4G আনছে গ্রামীণফোন! 3G’র অভিজ্ঞতা কি?

‘মোবাইলফোন ইন্টারনেটে চতুর্থ প্রজন্মের (4G) সেবা দিতে গ্রামীণফোন প্রস্তুত। ’ বেশ ফলাও করে এমন একটি ঘোষণা প্রচার করছে প্রতিষ্ঠানটি।



এ বিষয়ে গ্রামীণফোনের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) রাজীব শেঠির একটি সাক্ষাৎকারও সংবাদমাধ্যমগুলোতে প্রকাশিত হচ্ছে।

তাতে বলা হচ্ছে, বাংলাদেশের প্রায় সব স্থানে তৃতীয় প্রজন্মের (3G) সেবা পৌঁছে দেওয়ার পর এবার 4G’র উদ্যোগ নিয়েছে গ্রামীণফোন।

সত্যিই কি তাই?

খোদ রাজধানীতেই কোথাও কোথাও কখনও-কখনও 3G’র দেখা মেলে না। যখন তখন মোবাইলফোন স্ক্রিনে দেখা যাবে EDGE কিংবা GPRS এর সংকেত। ফ্লাইওভারগুলোর উপর দিয়ে চলার সময় ইন্টারনেট কানেক্টিভিটি এমনকি ফোন কানেকশন কেটে যায় অবধারিতভাবে। হাইওয়েতে চলতে গেলে গ্রামীণফোনের থ্রিজি হয়ে ওঠে সোনার হরিন!

গ্রামীণফোনের 3G সেবা নিয়ে আপনার অভিজ্ঞতা কি? জানান বাংলানিউজকে। ই-মেইল করুন- opinion.banglanews@gmail.com এই ঠিকানায়। অথবা ফেসবুকে এই পোস্টের কমেন্ট বক্সেও দিতে পারেন আপনার মতামত।

বাংলাদেশ সময় ১১০৫ ঘণ্টা, জুলাই ২৫, ২০১৬
এমএমকে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।