ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

ব্যবসায় গতি এনেছে রবি’র মোবিরিচ

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২২ ঘণ্টা, জুলাই ৩১, ২০১৬
ব্যবসায় গতি এনেছে রবি’র মোবিরিচ

ঢাকা: ব্যবসায়িক অগ্রগতিতে বিজ্ঞাপনভিত্তিক কার্যক্রম অন্যতম অনুষঙ্গ। আর তাই কোম্পানিগুলো বড় অংকের বিনিয়োগ করে এ বিজ্ঞাপনী শিল্পে, যার লক্ষ্য গ্রাহকদের তার পণ্য ও সেবা সম্পর্কে জানানো।

 
 
যখন এ বিনিয়োগটি আবশ্যক তখন স্বভাবতই প্রশ্ন আসে এর বিনিময়ে কী পরিমাণ লাভবান হচ্ছে কোম্পানিটি। ডিজিটাল বিজ্ঞাপণের কল্যাণে এখন সে বিষয়টিও হাতের মুঠোয়।
 
প্রখ্যাত ব্র্যান্ডগুলো এখন তাই ডিজিটাল বিজ্ঞাপনের দিকেই ঝুঁকছে। আর সময়ের সঙ্গে তাল মিলিয়ে দেশে ডিজিটাল সেবার প্রসারে অগ্রণী ভূমিকা পালন করছে রবি।
 
এ প্রেক্ষাপটে সম্প্রতি ‘মোবিরিচ’ নামে একটি ডিজিটাল বিজ্ঞাপন প্লাটফরম চালু করেছে অপারেটরটি।
 
রোববার (৩১ জুলাই) রবি সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, এর মাধ্যমে ব্র্যান্ডগুলো তার বার্তা কাঙ্ক্ষিত গ্রাহকের কাছে পৌঁছে দিতে পারছে। প্লাটফরমটির মাধ্যমে বিজ্ঞাপনের সর্বোচ্চ সুফল পাওয়া সম্ভব। এ বিষয়টি ইতোমধ্যে শীর্ষস্থানীয় করপোরেট হাউজগুলোর বেশির ভাগেরই নজরে এসেছে।
 
বাংলাদেশ সময়: ১৬২০ ঘণ্টা, জুলাই ৩১, ২০১৬
এমআইএইচ/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।