ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

গার্ডিয়ানে জুকারবার্গই সেরা

সাব্বিন হাসান | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৩২ ঘণ্টা, জুলাই ২৬, ২০১১
গার্ডিয়ানে জুকারবার্গই সেরা

প্রতি বছরের মতো এবারও বিখ্যাত সংবাদমাধ্যম গার্ডিয়ান মিডিয়ার শীর্ষ ১০০ জন ক্ষমতাধর ব্যক্তির নামের তালিকা প্রকাশ করেছে।

এবারে অনেকটা আচমকাই শীর্ষে উঠে এসেছেন মার্ক জুকারবার্গ।

জনপ্রিয় সামাজিক সাইট ফেসবুকের প্রতিষ্ঠাতা হিসেবে যিনি বিশ্বব্যাপী সুপরিচিত। সংবাদমাধ্যম সূত্র এ তথ্য জানিয়েছে।

এ তালিকার দ্বিতীয় অবস্থানে আছে আরেক সামাজিক বার্তা বিনিময় সাইট টুইটারের সহপ্রতিষ্ঠাতা জ্যাক ডোরসি। উল্লেখ্য, এ তালিকা প্রস্তুত করতে প্রযুক্তি অঙ্গনের পিআর এবং মিডিয়া প্রতিষ্ঠানগুলো সার্বিকভাবে সহযোগিতা করেছে।

এবার গতানুগতিক শীর্ষ প্রযুক্তি শিল্প মহারথীদের অবস্থান অনেকটাই নীচে নেমে গেছে। এ তালিকায় বরাবরের আলোচিত অ্যাপল প্রতিষ্ঠাতা স্টিভ জবস এবং মাইক্রোসফটের স্টিভ বলমারের অবস্থান অনেকটাই মলিন হয়ে গেছে।

উল্লেখ্য, গত বছরের বিশ্ব মিডিয়ায় বিশেষভাবে আলোচিত উইকিলিকসের প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাসাঞ্জের ৫৮তম অবস্থান থেকে ৩২তম অবস্থানে উঠে এসেছেন। এরই মধ্যে মাইক্রোসফটের প্রধান নির্বাহী স্টিভ বলমার গার্ডিয়ানের প্রকাশিত এ তালিকা নিয়ে অসন্তুষ্টি প্রকাশ করেছেন। এ তালিকা নিয়ে বিশ্লেষকদের মধ্যে চলছে তুমুল তর্ক-বিতর্ক।

এবারের তালিকায় স্টিব জবস পঞ্চম অবস্থানে আছেন। আর গত বছরের ২৯তম অবস্থানে থাকা মাইক্রোসফটের স্টিভ বলমারের ঠাঁই এবার শীর্ষ ১০০ জনের তালিকাতেও হয়নি। বিশ্ব গণমাধ্যমগুলোর প্রতিবেদনে প্রকাশ, মেধা দৌঁড়ের তুলনায় মাইক্রোসফট অর্থশক্তিতে বেশি বলিয়ান হয়ে উঠেছে। ফলে সৃজনশীল অবস্থান থেকে মাইক্রোসফটের এ বিচ্যুতি হয়েছে।

আর অ্যাপল শুধু পণ্যনির্ভর হওয়ায় এ দৌঁড়ে খানিকটা পিছিয়ে পড়েছে বলে বিশেষজ্ঞেরা মনে করছেন। কাজেই এ তালিকার শীর্ষে উঠে আসতে হলে সামাজিক যোগাযোগ শক্তি অপরিহার্য এটা সুনিশ্চিত।

বাংলাদেশ সময় ২১৩৪ ঘণ্টা, জুলাই ২৬, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।