ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

8877-এ খবর সারাদিন সারাক্ষণ

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৫৩ ঘণ্টা, আগস্ট ৭, ২০১৬
8877-এ খবর সারাদিন সারাক্ষণ

ইন্টারনেট সংযোগ নেই! আপনি বসেও নেই টেলিভিশনের সামনে! রেডিওতে গান বাজছে অবিরাম, কিংবা চলছে বিজ্ঞাপন! এসবে আপনি হয়তো বিচ্ছিন্ন বোধ করছেন! খবরের খোড়াক মিটছে না। জানতে পারছেন না, কোথায় কি ঘটছে!

কিন্তু আপনি জানেন কি, খবর এসে বসে আছে আপনার হাতের মুঠোয়? কেবলই শোনার অপেক্ষা!

হ্যাঁ! রবি, বাংলালিংক ও গ্রামীণফোনের গ্রাহকরা মোবাইল ফোনে এখনি ডায়াল করুন ৮৮৭৭।

শুনে নিন বাংলানিউজের আইভিআর (ইন্টার‌্যাক্টিভ ভয়েস রেসপন্স) সার্ভিস। আপডেটেড থাকুন সবশেষ খবরগুলো জেনে নিয়ে। আর তার জন্য ব্যবহার করতে পারেন যে কোনও মডেলের মোবাইলফোন সেট।

এই সময়ের খবর পরিবেশনায় সবচেয়ে দ্রুত, সবচেয়ে কার্যকর মাধ্যম এই আইভিআর। সবশেষ ব্রেকিং নিউজ যেমন পাওয়া যায়, এক প্যাকেজে আরও থাকে আজকের রাশিফল, সবশেষ ট্রাফিক আপডেট আর ইসলামি তথ্য সেবা। সাকুল্যে সারাদিনে খরচ মাত্র ২টাকা ৪৪ পয়সা। যতবার খুশি ততবার ডায়াল করে শুনে নিতে পারবেন যে কোনও সময়।

বাংলানিউজটোয়েন্টিফোর.কম এর একটি দক্ষ আইভিআর টিম চব্বিশ ঘণ্টা কাজ করছে এই সেবা নিশ্চিত করতে।  

রবি, বাংলালিংক ও গ্রামীণফোনের গ্রাহকরা এখনি ডায়াল করুন ৮৮৭৭।

বাংলাদেশ সময়: ১৩০৮ ঘণ্টা, আগস্ট ০৭, ২০১৬
এমএমকে 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।